সাময়িক স্বস্তিতে অনুব্রত

Must read

প্রতিবেদন : সাময়িক স্বস্তিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আপাতত তাঁকে দিল্লি নিয়ে যেতে পারছে না ইডি। অনুব্রত মণ্ডলের হয়ে পরবর্তী শুনানিতে সওয়াল করবেন কপিল সিব্বল। কিন্তু তিনি বৃহস্পতিবার অন্য কাজে ব্যস্ত থাকার কারণে শুনানি পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। ইডির আপত্তি না থাকায় বিচারপতি মামলা পিছিয়ে দেন। মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ডিসেম্বর। ততদিন আসানসোলের জেলেই থাকবেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এর পাশাপাশি এই মামলায় তদন্ত করছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডিও। এই মামলায় তিহার জেলে বন্দি অন্যতম অভিযুক্ত এনামুল হককে জেরা করার জন্য দিল্লি পৌঁছল সিআইডির বিশেষ তদন্তকারী দল। জঙ্গিপুর আদালতে পেশ করা চার্জশিটে নাম রয়েছে এনামুলের তিন ভাগনে-সহ মোট ৪ জনের। তিন ভাগনে মেদেহি হাসান, হুমায়ুন কবির, জাহাঙ্গিরের নামে এরই মধ্যে চার্জশিট দিয়েছে সিআইডি।

আরও পড়ুন-হরিপালের মানুষের ঘুম ভাঙছে সাইবেরিয়ান পাখির ডাকে

Latest article