প্রতিবেদন : এখনও চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন অনুব্রত মণ্ডল। এসএসকেএম হাসপাতালে ৭ সদস্যের মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। অবস্থা আপাতত স্থিতিশীল হলেও যেহেতু তিনি মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং সেইসঙ্গে শ্বাসকষ্ট আর স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যা রয়েছে তাঁর, সেই কারণে কোনও ঝুঁকি নিতে চাইছেন না ডাক্তাররা।
আরও পড়ুন-৫ মে থেকে ফের শুরু দুয়ারে সরকার
অক্সিজেনের মাত্রাও কিছুটা কম ছিল অনুব্রত মণ্ডলের। তাই তাঁর আরও কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁকে এখনই ছুটি দিচ্ছেন না তাঁরা। অনুব্রতর রাতে ভাল ঘুমও হয়নি। শ্বাসকষ্টও রয়েছে। বৃহস্পতিবার সিবিআই আধিকারিকদের একটি দল এসএসকেএম হাসপাতালে যায় অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তাঁরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে কোনওরকম মানসিক চাপ পড়বে কি না তাও বুঝতে চান। পাশাপাশি এদিনই সিবিআই-এর ৩ আধিকারিক আসানসোল আদালতে একটি প্রাথমিক রিপোর্ট পেশ করেন অনুব্রতর বিষয়ে। কীভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে, সেই বিষয়ে আদালতের নির্দেশ চায়।