প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংস শেষ মাত্র ১০০ রানে। প্রথম ইনিংসে ওড়িশা করে ২৬৫ রান। ১৬৫ রানে পিছিয়ে থেকে ফলো অনের লজ্জা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়িয়েছে বাংলা। অভিমন্যু ঈশ্বরণ শতরানের মুখে (৯৪) ব্যাট করছেন। অধিনায়ক মনোজ তিওয়ারি হাফ সেঞ্চুরি (৫০) করে অপরাজিত। হাফ সেঞ্চুরি করেছেন সুদীপ ঘরামিও (৫০)। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর ৩ উইকেটে ২২০। আপাতত ৫৫ রানে এগিয়ে থেকে শুক্রবার ম্যাচের শেষ দিন দ্রুত রান তুলে সরাসরি জয়ের একটা মরিয়া চেষ্টা করতে চান মনোজরা।
আরও পড়ুন-জমজমাট জঙ্গলমহল!
তবে প্রথম ইনিংসে বঙ্গ ব্যাটিংয়ের দুর্দশা কোয়ার্টার ফাইনালের আগে লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিদের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। সঙ্গে রয়েছে ক্রিকেটারদের চোট আঘাত। আকাশদীপের পর চোটের তালিকায় অনুষ্টুপ মজুমদার। বুধবার ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন। বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি অভিজ্ঞ ব্যাটার। কোয়ার্টার ফাইনালের আগে তাঁকে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না বঙ্গ টিম ম্যানেজমেন্ট। আগের দিনের ৩৯/২ স্কোর নিয়ে খেলা শুরু করে বৃহস্পতিবার সকালে প্রথম সেশনেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলার ব্যাটিং। ৬১ রান যোগ করে বাংলা প্রথম ইনিংসে করে ৯ উইকেটে মাত্র ১০০ রান। চোটের কারণে অনুষ্টুপ ব্যাট না করায় সেখানেই শেষ হয় বাংলার ইনিংস। ফলো অন করে অভিমন্যু ও মনোজের অবিচ্ছেদ্য চতুর্থ উইকেট জুটিতে লড়াই করছে বাংলা।