প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হলেন আনোয়ার

Must read

প্রতিবেদন : আনোয়ার আলিকে (Anwar Ali) দলবদলের বাজার রীতিমতো সরগরম। জাতীয় দলের স্টপারকে নিয়ে দড়ি টানাটানি অব্যাহত মোহনবাগান ও দিল্লি এফসির মধ্যে। আগেই রিলিজ চেয়ে মোহনবাগানকে মেল করেছিলেন আনোয়ার। যদিও সবুজ-মেরুনের পক্ষ থেকে তাঁকে পালটা মেল করে ১৯ জুলাই প্র্যাকটিসে যোগ দিতে বলা হয়েছিল। এই পরিস্থিতিতে বুধবার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির (পিএসসি) দ্বারস্থ হলেন আনোয়ার।

আরও পড়ুন- গম্ভীর চান, শ্রীলঙ্কায় যেতেও পারেন রোহিত

প্রসঙ্গত, গত বছর দিল্লি এফসি থেকে চার বছরের লোনে মোহনবাগানে যোগ দিয়েছিলেন আনোয়ার (Anwar Ali)। তাঁর দাবি, পাকাপাকি চুক্তি করার জন্য সবুজ-মেরুন কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও, তাতে সাড়া পাননি। তাই তিনি ক্লাব ছাড়তে চান। শোনা যাচ্ছে, আনোয়ার ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সেরে ফেলেছেন।
মোহনবাগান আবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আনোয়ারের সঙ্গে তাদের বৈধ চুক্তি রয়েছে। তিনি ক্লাবের নথিভুক্ত ফুটবলার। তাই তিনি যদি ১৯ জুলাই প্র্যাকটিসে যোগ না দেন, তাহলে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হবে। দিল্লি এফসির কর্নধার রঞ্জিৎ বাজাজ এদিন জানিয়েছেন, ‘‘আনোয়ার এই জট দ্রুত ছাড়াতে চায়। তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করেছে। এবার পিএসসি কী সিদ্ধান্ত নেয় দেখা যাক।’’

Latest article