প্র্যাকটিসে আনোয়ার, আইনি পথে ইস্টবেঙ্গল

Must read

প্রতিবেদন : আনোয়ার আলির (Anwar Ali) নির্বাসনের মেয়াদ কমানো বা বিপুল জরিমানার অঙ্কে কাটছাঁট করা আদৌ সম্ভব হবে কি না, সেই রাস্তা খুঁজতে ব্যস্ত ইস্টবেঙ্গল। নির্বাসনের শাস্তি পাওয়ার পর আন্তঃমহাদেশীয় কাপে খেলে বুধবারই ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেন আনোয়ার। প্র্যাকটিসে ভারতীয় ডিফেন্ডারকে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছে। পাশাপাশি আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল। বুধবার আইনজীবীদের সঙ্গে বৈঠকও করেন ক্লাব ও লগ্নিকারী সংস্থার কর্তারা। নিয়ম মেনেই এআইএফএফ-এর অ্যাপিল কমিটিতে আবেদন করবে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- নাবালিকা নির্যাতনের ৯ দিনেই চার্জশিট

ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘আমরা আইনজীবীদের পরামর্শ নিয়েছি। ওঁরা বললেন, শাস্তির বিরুদ্ধে আবেদন করা যায়। এর একটা পদ্ধতি আছে। আমরা কীসের ভিত্তিতে আবেদন করব, সেই গ্রাউন্ড ফেডারেশনের কাছে চেয়েছি। তিন দিনের মধ্যে ওরা সেটা দিলেই আমরা নিয়ম মেনে অ্যাপিল কমিটিতে আবেদন করব। আমরা আমাদের তরফে আবেদন করব। আনোয়ার (Anwar Ali) করবে। দিল্লি এফসি ওদের তরফে নিশ্চয় আবেদন করবে।’’ সূত্রের খবর, ইস্টবেঙ্গল শুধু জরিমানার অঙ্কই নয়, আনোয়ারের নির্বাসনের মেয়াদ কমানোরও বিরুদ্ধেও আবেদন করবে। যদিও চার মাসের নির্বাসন কমার সম্ভাবনা খুবই কম।
আনোয়ার ইস্যুর মধ্যেই আইএসএলে বেঙ্গালুরু ম্যাচের প্রস্তুতি চলছে লাল-হলুদে। এদিন ক্লাব মাঠে অনুশীলন ছিল। বৃহস্পতিবার সকালে প্র্যাকটিস ও সাংবাদিক সম্মেলন করে দুপুরে বেঙ্গালুরু রওনা হচ্ছে ইস্টবেঙ্গল। একই দিনে কলকাতা লিগে সুপার সিক্সের ম্যাচে ক্যালকাটা কাস্টমসের মুখোমুখি বিনো জর্জের দল।

Latest article