ইস্টবেঙ্গলে আনোয়ার, আইনি পথে মোহনবাগান

Must read

প্রতিবেদন : চণ্ডীগড়ে চমক। ফিফার নতুন লোন-চুক্তির নিয়মের সুযোগ নিয়ে মোহনবাগানের আনোয়ার আলিকে (Anwar Ali) রাতারাতি সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। অনেকদিন পর এক ভারতীয় ফুটবলারকে নিয়ে দলবদলের উত্তেজনা ময়দানে। তবে দেশের সেরা ডিফেন্ডারকে নিজেদের জালে তুলে নিয়েও স্বস্তিতে নেই ইস্টবেঙ্গল। আনোয়ার আলির পুরনো লোন-চুক্তি বহাল রাখতে মরিয়া মোহনবাগানও। আইনি লড়াইয়ের জন্য তৈরি সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে হবে আনোয়ারের ভাগ্য নির্ধারণ। তবে আনোয়ার ইতিমধ্যেই প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে আবেদন করেছেন, ইস্টবেঙ্গলে খেলার জন্যই। মোহনবাগান আবেদন করলে ফিফার নিয়ম মেনেই মামলার নিষ্পত্তি হবে।

আরও পড়ুন-দুষ্কৃতীদের ছাড় নয়, কড়া হাতে দমন করছে প্রশাসন

ফিফার নতুন নিয়ম অনুযায়ী মোহনবাগানের লোন-চুক্তি আর বৈধ নয়। প্রতি বছর লোন-চুক্তি নবীকরণ করাতে হয়। আনোয়ারের ক্ষেত্রে মোহনবাগান তা করায়নি। গত বছরই চার বছরের লোন-চুক্তি করেছিল মোহনবাগান। কিন্তু ফিফার নতুন নিয়মে এক বছরের বেশি আর লোন-চুক্তি বৈধতা পাচ্ছে না। ফলে ইস্টবেঙ্গল নিয়মকে কাজে লাগিয়েই আনোয়ারকে সই করিয়ে নিয়েছে।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, আনোয়ারকে (Anwar Ali) পেতে নাকি চণ্ডীগড় চলে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সেখানেই পাঞ্জাবি তারকা ডিফেন্ডারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেন। সূত্রের খবর, পাঁচ বছরের চুক্তিতে আনোয়ারকে সই করানো হয়েছে। ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে যে জল অনেক দূর গড়াবে তা আন্দাজ করা যায়।
প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে ফুটবলারের মতামত জানতে চাওয়াটাও গুরুত্বপূর্ণ। তাই মাঠের বাইরে আনোয়ারকে নিয়ে ‘ডার্বি’ হতে চলেছে তা দিনের আলোর মতো পরিষ্কার।

Latest article