মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতেই অপরাজিতা বিল, রাষ্ট্রপতির কাছে আবেদন তৃণমূলের সংসদীয় দলের

Must read

প্রতিবেদন : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে চা-চক্রে যোগ দিয়ে অপরাজিতা বিল (aparajita bill) দ্রুত পাশ করানোর জন্য তাঁকে অনুরোধ করলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে চা-চক্রে বাংলার লোকসভা ও রাজ্যসভার সব সাংসদকে আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলার পাশাপাশি আমন্ত্রিত ছিলেন দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা, গোয়া, তামিলনাড়ু-সহ অন্যান্য রাজ্যের সাংসদেরাও। জানা গিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় ফটোসেশন এবং শুভেচ্ছা বিনিময়ের মাঝেই কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন ও জুন মালিয়ারা একযোগে রাজ্যের অপরাজিতা বিল দ্রুত পাশের আবেদন করেন রাষ্ট্রপতিকে। উত্তরে রাষ্ট্রপতি জানিয়েছেন গোটা বিষয়টি তাঁর মনে আছে।
লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই অপরাজিতা বিল দ্রুত পাশ করতে চাইছেন। কারণ, মহিলাদের বিরুদ্ধে জঘন্যতম অপরাধ রোখাই তাঁর লক্ষ্য। দ্রুত এই বিষয়টি দেখুন আপনি। উত্তরে রাষ্ট্রপতি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

আরও পড়ুন-আড়াই বছরে ৩৮ বিদেশ যাত্রায় খরচ ৩০০ কোটি! মোদির সফর চলছেই, ডুবছে অর্থনীতি

এর আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তাঁর সঙ্গে এই অপরাজিতা বিল নিয়ে সাক্ষাৎ করেছিলেন। তখনও বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত তিনি করেছিলেন। যদিও পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিতে অপরাজিতা বিল পাশ হলেও তা অনুমোদনের জন্য আটকে রয়েছে রাষ্ট্রপতির কাছেই। ছ-মাসের বেশি সময় কেটে গিয়েছে, তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল দ্রুত বিলটির ছাড়পত্র নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দরবার করেছেন, কিন্তু এখনও অবধি মেলেনি ছাড়পত্র।
প্রসঙ্গত, বাংলার অপরাজিতা বিলটির (aparajita bill) সম্পর্কে বিস্তারিত তথ্য ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এই বিলটি কার্যকর হলে অপরাধীদের নিশ্চিতভাবেই মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদণ্ড। দোষী এবং ধর্ষকদের দ্রুত শাস্তির প্রদানের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে যাবে রাজ্যে। এদিনের চা-চক্রে তৃণমূলের পক্ষ থেকে লোকসভার প্রবীণ সংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, শতাব্দী রায়, জুন মালিয়া, কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান এবং রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, দোলা সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Latest article