বাংলার মতোই বাদ তামিলনাড়ুর ট্যাবলো মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী স্ট্যালিনের

কেন্দ্রের এই বিমাতৃসুলভ সিদ্ধান্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই প্রতিবাদ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

Must read

প্রতিবেদন : বাংলার মতোই এবার তামিলনাড়ুর ট্যাবলোকেও সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণের অনুমতি দেয়নি মোদি সরকার। কেন্দ্রের এই বিমাতৃসুলভ সিদ্ধান্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই প্রতিবাদ জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। বিষয়টি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠিও দিয়েছেন তিনি। একইসঙ্গে ট্যুইটও করেছেন।

আরও পড়ুন-রেল দুর্ঘটনার তদন্তে নামল ফরেনসিক দল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া চিঠিতে স্ট্যালিন বলেছেন, এবার ২৬ জানুয়ারির প্যারেডে তামিলনাড়ুর ট্যাবলোকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশের স্বাধীনতার ইতিহাসে তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ট্যাবলোর মাধ্যমে রাজ্যের মনীষীদের অসাধারণ ভূমিকা তুলে ধরার জন্য প্রস্তাবিত নকশা পাঠানো হয়েছিল। কিন্তু তাতে অনুমোদন দেয়নি কেন্দ্র। এটা অত্যন্ত দুঃখজনক। এর ফলে তামিলনাড়ুর মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে। প্রধানমন্ত্রী যেন অবিলম্বে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন।

আরও পড়ুন-বিজেপির প্ররোচনায় বন্ধ বাগান

স্ট্যালিন তাঁর চিঠিতে লিখেছেন, ট্যাবলো নিয়ে জানতে চাওয়া হলে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের সংশ্লিষ্ট কমিটিকে তাঁদের থিম বা পরিকল্পনার কথা জানানো হয়। প্রথম দফার আলোচনায় কেন্দ্রীয় কমিটি সন্তোষ প্রকাশ করেছিল। কিন্তু তারপর কী কারণে তাঁদের ট্যাবলোকে ছাড়পত্র দেওয়া হল না সেটা বোধগম্য হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী যেন বিষয়টি দেখেন। দিল্লির রাজপথে প্যারেডে অংশগ্রহণ করা খুব গুরুত্বপূর্ণ এবং সম্মানের। ওই প্যারেডে ট্যাবলোর মাধ্যমেই রাজ্যের সংস্কৃতি ও ভাবধারাকে তুলে ধরা হয়। এই সিদ্ধান্তে তামিলনাড়ু সেই সুযোগ থেকে বঞ্চিত হতে চলেছে।

Latest article