দীপাবলিতে বাজি কেন? ৭ দিনের মধ্যে জবাব চাইল শীর্ষ আদালত, সুপ্রিম রোষে দিল্লি পুলিশ কমিশনার

এই ক্ষেত্রে দিল্লি সহ লাগোয়া বিভিন্ন এলাকাকে মারাত্মক বায়ুদূষণের হাত থেকে বাঁচানোর জন্য আগেভাগেই আতশবাজি পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷

Must read

প্রতিবেদন : দীপাবলিতে দিল্লি পুলিশের নিষ্ক্রিয় ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রশ্ন, আতশবাজির উপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা বাস্তবায়িত করতে কেন যথাযথ ব্যবস্থা নিল না পুলিশ? দিল্লির পুলিশ কমিশনারের জবাব তলব করেছে শীর্ষ আদালত। জারি করেছে নোটিশ। ৭ দিনের মধ্যে হলফনামা পেশ করে যথাযথ ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনারকে।

আরও পড়ুন-উন্নয়নই হাতিয়ার প্রার্থীদের

আসলে দীপাবলিতে আতশবাজি পোড়ানোর উপরে রাশ টানা সম্ভব না হলে রাজধানী দিল্লি এবং তার আশপাশের এলাকার বায়ুদূষণ মাত্রা ছাড়া হয়ে পড়বে, এটা অনুমান করা হয়েছিল আগেই৷ এই ক্ষেত্রে দিল্লি সহ লাগোয়া বিভিন্ন এলাকাকে মারাত্মক বায়ুদূষণের হাত থেকে বাঁচানোর জন্য আগেভাগেই আতশবাজি পোড়ানোর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ ছাড় দেওয়া হয়েছিল শুধু পরিবেশবান্ধব বাজিকেই৷ তারপরেও কীভাবে দিওয়ালির রাতে রাজধানী দিল্লিতে ব্যাপক হারে বাজি পুড়ল, প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট৷ দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তায় প্রবল ক্ষুদ্ধ দেশের শীর্ষ আদালত৷ কেন দিল্লি পুলিশ অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করে আতশবাজির নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করার চেষ্টা করল না? সোমবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগস্টিন জর্জ মসিহার বেঞ্চ৷ এখানেই থেমে না থেকে শীর্ষ আদালতের তরফে দিল্লি পুলিশ কমিশনারের জবাব তলব করা হয়েছে নোটিশ জারি করে৷ সাতদিনের মধ্যে হলফনামা সহযোগে গোটা পরিস্থিতি ব্যাখ্যা করতে হবে দিল্লির পুলিশ কমিশনারকে, নির্দেশ সুপ্রিম কোর্টের৷ দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তার কারণে রাজধানী দিল্লিতে এবারের দিওয়ালির বায়ুদূষণ গত দু’বছরের দূষণের মাত্রার থেকে অনেক বেশি হয়েছে, নিজেদের পর্যবেক্ষণে সোমবার এমনই মন্তব্য করেছেন দুই বিচারপতি৷

আরও পড়ুন-সুষ্ঠুভাবে পুজো কাটাতে একাধিক চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটির

উল্লেখ্য, দিল্লির দূষণ প্রসঙ্গে দিল্লি সরকারের জবাবও তলব করেছে শীর্ষ আদালত৷ এর পাশাপাশি পাঞ্জাব ও হরিয়ানা সরকারকেও নোটিশ জারি করেছে শীর্ষ আদালত৷ অক্টোবরের শেষ ১০ দিনে এই দুই রাজ্যে কতগুলি জায়গায় পোড়ালি(খড়) জ্বালানোর ঘটনা ঘটেছে এবং তার পরিপ্রেক্ষিতে দুই রাজ্যের সরকার কী কী শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, হলফনামা সহযোগে তা লিখিতভাবে জানাতে হবে দুই রাজ্যকেই, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এক সপ্তাহ পরে হবে এই মামলার পরবর্তী শুনানি৷

Latest article