দালালি না করে ক্ষমা চান

নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে পুজো দিতে আসবেন সর্বভারতীর তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

সংবাদদাতা, বনগাঁ : নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে পুজো দিতে আসবেন সর্বভারতীর তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামাল দিতে শান্তনু ঠাকুর পাল্টা সভার প্রস্তুতি নিচ্ছে। যদিও তা নিয়ে মতুয়াদের মধ্যে উৎসাহই নেই। তবে এই পাল্টা সভাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বৃহস্পতিবার চাঁদপাড়াতে নবজোয়ার কর্মসূচির প্রস্তুতি সভায় এসে শান্তনু ঠাকুরকে বিজেপির দালাল বলে আক্রমণ করেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক।

আরও পড়ুন-বিকল টয়ট্রেনের ইঞ্জিন, স্বাভাবিক করলেন যাত্রীরা

তিনি বলেন, নতুন সাংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে ড়াকা হয়নি তিনি আদিবাসী বলে। মতুয়াদের পাঠানো জল রামমন্দির তৈরিতে প্রবেশ করতে দেওয়া হয়নি মতুয়ারা তফসিলি বলে। এত কিছুর পরেও শান্তনু ঠাকুর শুধু সাংসদ থাকতে মোদির পদ লেহন করছেন। শান্তনু ঠাকুরের যদি ন্যূনতম সম্মান থাকত তাহলে এরকম ভাবে বিজেপির দালালি করত না। একই সঙ্গে তিনি বলেন, রাজনীতি করতে ঠাকুরবাড়িতে সভা করা হচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলতে হয় তবে আগে মোদি অমিত শা-র বক্তব্য নিয়ে সমালোচনা করুক শান্তনু। আগে তাদেরকে দিয়ে ক্ষামা চাওয়াক। যদি মতুয়াদের সম্মানের প্রশ্নই থাকে তবে মোদি অমিত শা-কে নিয়ে ক্ষমা চাওয়ার মিটিং করুক। নাহলে মতুয়ারা বুঝে ফেলবে শান্তনু ঠাকুর রাজনীতি করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টানছে।

আরও পড়ুন-অসুর সম্প্রদায়ের উন্নয়নের উদ্যোগ, আশ্বাস বিধায়কের

মমতা ঠাকুর বলেন, শান্তনু ঠাকুরের সঙ্গে মতুয়ারা নেই তারা বুঝে গিয়েছে রাজনীতি করার জন্যই শান্তনু এটা করছে। মতুয়াদের জন্য মোদি, অমিত শা কিছুই করেনি। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যতবার এসেছেন কিছু না কিছু মতুয়াদের জন্য করেছেন। এইসব করে শান্তনু ঠাকুর বিজেপিকে দেখাতে চাইছে তার সঙ্গে লোক আছে।

Latest article