প্রতি ব্লকে আদিবাসী সাংস্কৃতিক দল হোক আর্জি মুখ্যমন্ত্রীকে

কৃষ্ণনগর তফসিলি জাতি ও আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে কৃষ্ণনগরের নগেন্দ্রনগর এলাকায় বিরসা মুন্ডা ভবনে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস

Must read

সংবাদদাতা, নদিয়া : কৃষ্ণনগর তফসিলি জাতি ও আদিবাসী কল্যাণ সমিতির উদ্যোগে কৃষ্ণনগরের নগেন্দ্রনগর এলাকায় বিরসা মুন্ডা ভবনে পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। আদিবাসী আন্দোলনের অন্যতম প্রতীক বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুরু হয়। আদিবাসী ধামসা-মাদলের তালে আদিবাসী মহিলারা নৃত্য করেন এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী সমাজের মানুষ তাঁদের সমস্যা ও আদিবাসী জীবনের অবস্থার কথা তুলে ধরেন।

আরও পড়ুন-বিজেপির বাংলা-বিদ্বেষ ও সঙ্ঘের দ্বেষ সমার্থক

আদিবাসী সংগঠনের সভাপতি কৌশিক মণ্ডল জানান, আদিবাসীদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তা থেকে আদিবাসীরা যাতে বঞ্চিত না হন সেই বিষয়ে জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানান, আদিবাসী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিটি পঞ্চায়েত ও ব্লকে আদিবাসী সাংস্কৃতিক টিমকে গড়ে তাদের কাজে লাগালে আদিবাসী সমাজ উপকৃত হবে।

Latest article