কুলে কূলকিনারা হাবিবুরের

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : ইউটিউব দেখে আপেলকুল চাষ শুরু করেন ডোমকলের (Domkal) হাবিবুর রহমান। আর তাতেই পান ম্যাজিক সাফল্য। তাই নিজে তো করছেনই, সঙ্গে অন্য কৃষকদেরও আপেলকুল চাষে আত্মনির্ভর হওয়ার সাহস জোগাচ্ছেন। এর ফলে ডোমকলের (Domkal) গরিবপুর, জিতপুর, সারাংপুরের পাশাপাশি ইসলামটুলি এলাকার বেশ কিছু জমিতে এবার কুলচাষ হয়েছে। ছোট আপেলের মতো রঙিন এই কুলকে সবাই আপেলকুল নামেই চেনে। এর পাশাপাশি হাবিবুর লাগিয়েছেন অন্য জাতের কুলও। সেগুলোও আপেলকুলের থেকে খারাপ নয়। পাকা কুল দেখতে আপেলের মতো, খেতেও সুস্বাদু। বাজারে এর চাহিদাও ব্যাপক। তাই দাম মিলছে ভাল। ক্রেতারা জমি থেকেই মাল নিয়ে যাচ্ছেন। ইসলামটুলির কৃষক হাবিবুর জানান, ইউটিউব থেকেই চাষের পদ্ধতি জেনে উদ্যোগ নিয়েছেন। চুক্তিতে নেওয়া দু’ বিঘা জমিতে চারা লাগানো হয়। পরিচর্যা বিষয়ে খুঁটিনাটি জেনে শুরু করার পরেও প্রাকৃতিক দুর্যোগে কিছু ফল নষ্ট হয়েছে। তাতেও ১৫ হাজার টাকা ঘরে তুলেছেন।

Latest article