আবেদনের মেয়াদ বাড়ল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে আবেদনের সময়সীমা বাড়ানো হলো আরও দশদিন।

Must read

প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে আবেদনের সময়সীমা বাড়ানো হলো আরও দশদিন। আগামী ২৫ জুলাই পর্যন্ত সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে আবেদন করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। মঙ্গলবার ১৫ জুলাই পর্যন্ত পোর্টালে আবেদন করার শেষ দিন ছিল। তবে শিক্ষার্থীদের সুবিধার্থেই এই সময়সীমা আরও বাড়ানো হল।

আরও পড়ুন-জনপ্রিয় টেলি-অভিনেত্রী বর্ধমানের রাস্তায় ভবঘুরে

এদিন নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার সন্ধে ছ’টা অবধি ৩,৪৮,২৯৪ জন ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছে। এই নিয়ে মোট আবেদন জমা পড়েছে ১৯,৯৩,৪৩৩টি। নথিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে ভিন রাজ্যের বাসিন্দা রয়েছে ৩,৭৮৭ জন। চ্যাট বট বীণা উত্তর দিয়েছে ৪২,৪৪৬টি প্রশ্নের।
প্রসঙ্গত, এর আগেও একবার সময়সীমা বাড়ানো হয়েছিল। তখন পয়লা জুলাই অবধি প্রথম পর্যায়ের ভর্তির জন্য আবেদনের শেষ দিন ছিল। সেই সময়সীমা বাড়িয়েই ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছিল।

Latest article