সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রীর স্বপ্নের গ্রাম বনছায়াকে ঘিরে এক নতুন পর্যটন যুগের সূচনা হতে যাচ্ছে আলিপুরদুয়ার জেলায়। ইতিমধ্যেই সেখানে তৈরি হয়ে গিয়েছে বেশ কিছু হোমস্টে। এবং অনেকগুলোর কাজ প্রায় শেষের পথে। তাই দেরি না করে পর্যটকদের পরিষেবা দিতে প্রস্তুত হোমস্টেগুলোর নিবন্ধীকরণ প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন।
আরও পড়ুন-নথিভুক্তির সময় বাড়াল পর্ষদ
বক্সার জঙ্গলের গভীরে থাকা ভুটিয়া বস্তি ও গাঙ্গুটিয়া বনবস্তির বাসিন্দাদের, প্রকৃতির বৈরিতার হাত থেকে রক্ষা করতে, গভীর জঙ্গল থেকে তুলে এনে, কালচিনি ব্লকের ভাটপাড়া চা-বাগানের পাশে নতুন গ্রাম গড়ে সেখানে বসতি স্থাপন করে দেয় রাজ্য সরকার। বনের গভীরে থাকা সেখানকার মানুষ জনকে অনেকটা বৃক্ষের মতোই ছিন্নমূল করে তুলে আনা হয় বনছায়া নামক গ্রামে। এই ছিন্নমূল মানুষগুলো নতুন আশ্রয়ে যাতে কোনও সমস্যায় না পড়ে, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে বনছায়া গ্রামকে সাজাতে, মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের চাহিদা মতো সমস্ত কিছু ঢেলে দিয়েছে জেলা প্রশাসন। এবার নতুন জায়গায় জীবিকার ব্যবস্থায়ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। ১৪ আগস্ট প্রথম দিনের শিবিরে তৈরি হওয়া ১৭টি হোমস্টে মালিক আবেদন করেন। তাদের এই আবেদন দ্রুত পরীক্ষা করে শংসাপত্র প্রদান করবে প্রশাসন। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে হোমস্টে মালিকদের ১ লক্ষ টাকা করে বিশেষ উৎসাহ ভাতাও প্রদান করা হবে ২ কিস্তিতে।