প্রতিবেদন : রাজ্যে শিক্ষক নিয়োগে নতুন দিশা। এসএসসির পর প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এদিন দুপুর তিনটের পর থেকে পর্ষদের ওয়েবসাইটে আবেদন করতে করচ্ছেন চাকরিপ্রার্থীরা। অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। এরপরেই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। কোন জেলায় কত শূন্য পদ রয়েছে, কোন কোন বিষয়ে কত শিক্ষক নিয়োগ হবে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে পর্ষদ কর্তৃপক্ষ। মোট ১৩,৪২১টি শূন্য পদের জন্য বিস্তারিত তালিকা প্রকাশ করেছে পর্ষদ। পার্শ্ব শিক্ষকদের জন্য শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এই বছরই প্রায় ৫০ হাজার শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে রাজ্য জুড়ে।
জেলায় জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু করল।
প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১৩,৪২১টি শূন্য পদ রয়েছে। সেইগুলি পূরণ করার জন্যই শুরু হচ্ছে নিয়োগ। স্কুলে স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে আরও মজবুত করতে এই পদক্ষেপ। ইতিমধ্যেই আপার প্রাইমারি স্তরের নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বছরের মধ্যে প্রায় ৫০ হাজার শিক্ষক-শিক্ষিকার একটি স্বচ্ছ নিয়োগ এবং কর্মসংস্থান হবে বলে শিক্ষা দফতর আশাবাদী।
আরও পড়ুন- বাংলা শস্য বিমা নিয়ে নবান্নে পর্যালোচনা সভা, বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য

