প্রতিবেদন : শুরু হল প্রাথমিকের বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটর (special educator) নিয়োগের আবেদন প্রক্রিয়া। ২৫ নভেম্বর রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। এর জন্য শূন্য পদ রয়েছে ২৩০৮টি। প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়েছিল, ২০ থেকে ৪০ বছরের মধ্যে আবেদনকারীর বয়স হতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীকে টেট উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর পড়ানোর দক্ষতা দেখা হবে ইন্টারভিউ প্রক্রিয়ায়।
পর্ষদ সূত্রে খবর, টেট পরীক্ষায় আশি শতাংশ নম্বর পেতেই হবে আবেদনকারীদের, এছাড়াও ‘রিহ্যাবিলিটশনস কাউন্সিল অফ ইন্ডিয়া’ (আরসিআই) অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের। চুক্তিভিত্তিক স্পেশ্যাল এডুকেটর-এর জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণের উল্লেখ রয়েছে। যে সমস্ত প্রার্থী সমগ্র শিক্ষা মিশনের অধীনে স্পেশ্যাল এডুকেটর (special educator) হিসেবে কাজ করছেন, তাঁরা ৫৫ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন।
আরও পড়ুন-প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু ভ্যাকসিন

