পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশই ঊর্ধ্বমুখী। ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। সব মিলিয়ে নির্বাচন কমিশনে এখন তুঙ্গে ব্যস্ততা। এই আবহে নির্বাচন কমিশনে অতিরিক্ত নির্বাচন কমিশনার নিয়োগ করল রাজ্য। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশল (Sanjay Bansal) অতিরিক্ত নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি বুধবার থেকেই দায়িত্ব নিয়েছেন।
কমিশন সূত্রে খবর, নব নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে সাহায্য করবেন অতিরিক্ত নির্বাচন কমিশনার (Sanjay Bansal)। ইতিমধ্যেই, মনোয়ন জমা দেওয়াকে ঘিরে অশান্তির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। ভাঙড়-সহ কয়েকটি জায়গায় উত্তপ্ত পরিস্থিতি। তার ওপর পঞ্চায়েত ভোট নিয়েও হাইকোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। এই আবহে অতিরিক্ত নির্বাচন কমিশনার নিয়োগ তাৎপর্যপূর্ণ ঘটনা বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। এই প্রথম রাজ্য নির্বাচন কমিশনে অতিরিক্ত কমিশনার নিয়োগ করা হল বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।