রাজ্যে (West Bengal) বাল্যবিবাহ রুখতে প্রতিটি ব্লকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করা হচ্ছে। ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধ আধিকারিক হিসাবে নিয়োগ করছে নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতর। এতদিন এমন ঘটনা আটকাতে কখনও পুলিশ, কখনও বিডিও আবার অনেক সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকী স্থানীয় পঞ্চায়েতও পদক্ষেপ করত। এবার থেকে একজন নির্দিষ্ট আধিকারিককে এই দায়িত্ব দেওয়া হল। এই আধিকারিকরা নিজ নিজ ব্লক এলাকায় বাল্যবিবাহের ঘটনা রুখতে পদক্ষেপ করবেন এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সবরকম কর্মসূচি নেবেন। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ প্রভৃতি জায়গায় এখনও বিক্ষিপ্ত ভাবে হলেও বাল্যবিবাহের অভিযোগ উঠছে। কিছু খবর পুলিশ ও প্রশাসনের কাছে এলেও অনেক ক্ষেত্রে চুপিচুপি এই কাজ সম্পন্ন হয়ে যায়। বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলেই অভিমত দফতরের। তাই নির্দিষ্ট একজন করে অফিসারকে এই ব্যাপারে দায়িত্ব দিয়ে বিষয়টির উপর আরও কঠোর নজরদারি চালাতে চাইছেন আধিকারিকরা। তবে সিডিপিওরা কীভাবে কাজ করবেন, বা এই সংক্রান্ত কোনও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দফতর থেকে দেওয়া হবে কি না সে ব্যপারে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।