দু’সপ্তাহেই শেষ করতে হবে উপাচার্য নিয়োগ, রাজ্যপালের ভূমিকায় ক্ষুদ্ধ শীর্ষ আদালত

বুধবার সুপ্রিম শুনানি চলাকালীন রাজ্যপাল তথা আচার্যের আইনজীবী জয়দীপ মজুমদারের কাছে জানতে চান সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত৷

Must read

প্রতিবেদন : চলবে না কোনও অজুহাত, আগামী দু সপ্তাহের মধ্যে রাজ্যের ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কাজ শেষ করতে হবে আচার্য তথা রাজ্যপাল (governor) সি ভি আনন্দ বোসকে৷ বুধবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এই নির্দেশ অমান্য করা হলে বাকি থাকা বিশ্ববিদ্যালয় গুলিতে উপাচার্য নিয়োগের কাজ শেষ করবেন তাঁরাই, বুধবার সাফ জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং৷

আরও পড়ুন-বিএসএফের বিরুদ্ধে গাছ ও ফসল কাটার অভিযোগ

উল্লেখ্য, রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের খালি থাকা পদের মধ্যে কতগুলিতে উপাচার্য নিয়োগের কাজ শেষ করা হয়েছে? বুধবার সুপ্রিম শুনানি চলাকালীন রাজ্যপাল তথা আচার্যের আইনজীবী জয়দীপ মজুমদারের কাছে জানতে চান সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত৷ আইনজীবী জয়দীপ মজুমদার আদালতকে জানান, ১৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের কাজ হয়ে গেছে, বাকি আছে ১৭টি৷ এই সময়েই রাজ্য সরকারের তরফে সওয়াল করার জন্য উপস্থিত বর্ষীয়ান আইনজীবী জয়দীপ গুপ্ত জানান, জানুয়ারি মাসেই উপাচার্য নিয়োগের কাজ শেষ করার কথা ছিল, কিন্ত্ত তা করা হয়নি৷ বর্ষীয়ান আইনজীবীর কথা শুনেই উপাচার্য নিয়োগের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শীর্ষ আদালতের দুই বিচারপতি৷ কোনওভাবেই এই নির্দেশের অন্যথা চাননা তাঁরা, রাজ্যপাল তথা আচার্যের আইনজীবীকে বোঝানো হয়েছে সেকথাও৷ দু সপ্তাহ পরে নির্ধারিত শুনানিতে তাঁরা সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখবেন, এদিন জানিয়ে দিয়েছে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ৷

Latest article