সুপ্রিম নির্দেশে কাটল নিয়োগ-জট, ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

Must read

প্রতিবেদন : কাটল উপাচার্য নিয়োগের জট। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে গঠিত সিলেকশন কমিটি উপাচার্য পদে যেসব প্রার্থীর নামের তালিকা জমা দিয়েছে তার মধ্যে যে নামগুলি নিয়ে আপত্তি নেই সেই উপাচার্যদের আপাতত নিয়োগ করার জন্য নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়-সহ মোট আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের পথ এর মাধ্যমে খানিকটা সুগম হল বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- বৃষ্টি-ধসে ভাঙা বাড়ি-রাস্তা-ব্রিজ বানিয়ে দেবে রাজ্য! ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর আশ্বাস মুখ্যমন্ত্রীর

এদিন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে উপাচার্য নিয়োগ মামলা ওঠে। সেখানে সিলেকশন কমিটি উপাচার্য পদে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা জমা দেয়। এই তালিকাতেও বেশ কিছু নাম নিয়ে আপত্তি জানিয়েছিলেন আচার্য। কিন্তু যে-নামগুলো নিয়ে কোনওরকম সমস্যা নেই তাঁদের আপাতত নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। এই নিয়োগের মাধ্যমে পঠন-পাঠনের বিষয় যেমন সরল হবে তেমনই প্রশাসনিক কাজেও গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও রাজভবনের টানাপোড়েনের মধ্যেই মোট ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৯টিতে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। বাকি ১৭টি বিশ্ববিদ্যালয়ে জট রয়ে গিয়েছিল। সেখান থেকে আটটি বিশ্ববিদ্যালয় নিয়োগের প্রক্রিয়া ফের শুরু হচ্ছে।

Latest article