এপ্রিলের প্রথম দিনেই আবহাওয়ার চরম দুঃসংবাদ জানিয়ে দিল মৌসম ভবন। আগামী তিন মাস বাংলায় তাপপ্রবাহের (heat wave) দাপট বাড়বে, বাংলা-সহ ১৬ রাজ্যে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় হিট ওয়েভ ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করল আইএমডি। আবহাওয়াবিদরা মনে করছেন চরম গরমে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে।
আরও পড়ুন-ঝাড়খণ্ডে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২ লোকো পাইলট, আহত একাধিক
বিগত কয়েক বছর ধরেই নির্ধারিত সময়সীমা থেকে বেশি দিন ধরে তাপপ্রবাহের (heat wave) দাপট চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। সেই ট্রেন্ড এবারও বজায় থাকবে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা জুড়ে সব থেকে বেশি দিন ধরে তাপপ্রবাহ চলবে। মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এপ্রিল থেকে জুন পর্যন্ত উত্তর-পূর্ব ভারত, মধ্য ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অঞ্চলে চার থেকে সাত দিনের পরিবর্তে ১২-১৩ দিন ধরে টানা লু বইতে পারে।হিট স্ট্রোকের আশঙ্কায় রাজ্যগুলিকে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে কেন্দ্র। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় চৈত্র মাসের শুরু থেকেই কোথাও কোথাও ৪০ ডিগ্রি পারদ ছাড়িয়ে গেছে। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধে বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। উইকেন্ডে কলকাতা সহ হাওড়া, হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।