সুস্থ, বাড়ি ফিরলেন সুরকার রহমান

ঘুম থেকে উঠেই খারাপ খবর এ আর রহমানের (AR Rahman) অনুরাগীদের। হাসপাতালে ভর্তি করানো হয় অস্কার জয়ী সঙ্গীত শিল্পীকে।

Must read

প্রতিবেদন : ঘুম থেকে উঠেই খারাপ খবর এ আর রহমানের (AR Rahman) অনুরাগীদের। হাসপাতালে ভর্তি করানো হয় অস্কার জয়ী সঙ্গীত শিল্পীকে। খবর রটে যায় বুকে ব্যথা নিয়ে চিকিৎসাধীন তিনি। কিন্তু পরে গায়কের মুখপাত্র জানান, রহমান হাসপাতালে গিয়েছিলেন কারণ তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন- ছাড়াতে পারে ৪৫ ডিগ্রি

তিনি শনিবার লন্ডন থেকে ফিরেছেন এবং দীর্ঘ ভ্রমণের কারণে তাঁর ঘাড়ে ব্যথা শুরু হয়। আর রোজা রাখার কারণে তিনি ডিহাইড্রেটেড হয়ে পড়েন। তবে হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সুস্থ রয়েছেন শিল্পী। তাঁকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন ডাক্তারি পরামর্শ মেনে চলতে হবে তাঁকে।

Latest article