নীতি আয়োগের কথা বলে আরতি কটন মিল বিক্রির চেষ্টা

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়ার (Howrah- Arati Cotton Mill) দাসনগরের আরতি কটন মিল বিক্রি করে দিতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। মূলধনের সমস্যার কথা বলে নীতি আয়োগের কোর্টে বল ঠেলে দায় এড়িয়ে যেতে চাইছে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক। বেশকিছু দিন ধরেই এখানে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। ৪২৩ জন চুক্তিভিত্তিক কর্মচারীর দু মাসের বেতন বকেয়া। কর্তৃপক্ষের লোকজনেরাও দাসনগরের এই আরতি কটনমিলে (Howrah- Arati Cotton Mill) আসা বন্ধ করে দিয়েছেন। মিলের অবস্থাও ক্রমশ বেহাল হয়ে পড়ছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন উদ্যোগ নিয়ে এই জুট মিলের আধুনিকীকরণের ব্যবস্থা করেছিলেন। তৎকালীন বস্ত্রমন্ত্রী আনন্দ শর্মা এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একসঙ্গে এখানকার আধুনিকীকরণের কাজের সূচনা করেছিলেন। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই এই কটন মিল ক্রমশ ধুঁকতে শুরু করে। এই মিলকে আধুনিক করার প্রক্রিয়াও বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। ক্রমশ মিলটিকে বন্ধের দিকে ঠেলে দিয়ে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। আইএনটিটিইউসির তরফে শ্রমিকদের সঙ্গে নিয়ে মিল বাঁচানোর লড়াই শুরু হয়েছে। আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার বলেন ‘আমরা কেন্দ্রের এই চক্রান্ত রুখবই। লাগাতার আন্দোলন চলবে। নীতি আয়োগের প্রসঙ্গ তুলে এই মিলের আধুনিকীকরণ ও এখানে উৎপাদন শুরু করার বিষয়টি কার্যত ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আসলে এই কটন মিল বিক্রি করে দিতেই কেন্দ্র সরকার পরিকল্পনা করেই এমনটা করেছে। এর বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলবে। যতক্ষণ না পর্যন্ত মিলে স্বাভাবিক উৎপাদন শুরু হচ্ছে এবং শ্রমিকরা তাদের বকেয়া বেতন পাচ্ছেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।’

আরও পড়ুন-তারকেশ্বরে তৃণমূল কংগ্রেসের কর্মিসম্মেলনে ঘোষণা, প্রতি বুথের কর্মিদল ঘুরবে বাড়ি বাড়ি

Latest article