পুলিশ কি একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার একটি বেঞ্চ ভুয়ো এনকাউন্টারের ক্ষেত্রে পুলিশের ধীর তদন্ত সম্পর্কে রাজ্যের আইনজীবীকে এই প্রশ্ন করে।

Must read

প্রতিবেদন : অসমে পুলিশ কি ‍‘এনকাউন্টার’-এর নামে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে হত্যা করছে? মঙ্গলবার সুপ্রিম কোর্ট অসম সরকারকে এই প্রশ্ন করেছে। বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার একটি বেঞ্চ ভুয়ো এনকাউন্টারের ক্ষেত্রে পুলিশের ধীর তদন্ত সম্পর্কে রাজ্যের আইনজীবীকে এই প্রশ্ন করে।

আরও পড়ুন-ষড়চক্র তত্ত্বকে মেনেই তৈরি হংসেশ্বরী মন্দিরের স্থাপত্য

শুনানি চলাকালীন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া বলেন, পুলিশ কর্মীরা কি একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছে? ম্যাজিস্ট্রিয়াল তদন্ত দীর্ঘদিন ধরে চলতে পারে না। এধরনের তদন্ত শেষ করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে। আদালতে আলোচ্য এনকাউন্টারের ঘটনাগুলি ২০২১ এবং ২০২২ এর। এভাবে তদন্ত দীর্ঘায়িত হলে সব নিরর্থক হবে। বেঞ্চের মন্তব্য, ভুয়ো এনকাউন্টারের ক্ষেত্রে রাজ্যের একটি অস্থির অতীত রয়েছে। যাই হোক না কেন, এটা বলা যাবে না যে এনকাউন্টার ঘটেনি। রাজ্যের খুব সমস্যাযুক্ত অতীত আছে। রিপোর্টও আছে। এটা অস্বীকার করতে পারবেন না যে ভুয়ো এনকাউন্টার হয়নি। বেঞ্চ অসমে ভুয়ো এনকাউন্টারে হত্যার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এই ধরনের এনকাউন্টারের জড়িত থাকার জন্য অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে হত্যার অপরাধের অভিযোগে এফআইআর দায়েরের আবেদনের শুনানি হয় এদিন।

Latest article