দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন এমন মানুষ কমই পাওয়া যায় তবে কিছু মানুষ তো আছেন বটেই। তাঁরা নিয়ম করে দাঁতের যত্ন নেন। সকালবেলায় দাঁত ব্রাশ করা তো বটেই, খাওয়ার পরে ও রাতে ঘুমাতে যাওয়ার সময়ও দাঁত ব্রাশ করা ভালো অভ্যাস বলে জানিয়েছেন চিকিৎসকেরা । কিন্তু টুথব্রাশ রাখেন কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, এর উপর নির্ভর করে দাঁতের স্বাস্থ্য। আজ সেই নিয়েই আলোচনা করা হবে।
আরও পড়ুন-দ্বীপরাজ্যে ফুটছে ঘাসফুল, গোয়ায় প্রকাশ্যে এল তৃণমূলের লোগো-স্লোগান
টুথব্রাশ এমন জায়গায় রাখা উচিত নয়, যাতে সেটিতে সংক্রমণের কারণ হতে পারে। কারণ, ব্রাশে যদি জীবাণু বাসা বাঁধে, তাহলে তা সংক্রমিত হবে দাঁতেও।
তাহলে কোথায় রাখার উচিত টুথব্রাশ?
• টুথব্রাশ কোনও মতেই বাথরুমে রাখবেন না।
• যদি নেহাত রাখতেই হয়, তা হলেও কমোডের কাছাকাছি কোনও ভাবেই নয়।
কারণ, এই জায়গাগুলিতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় টুথব্রাশে ব্যাকটিরিয়ার হওয়ার আশঙ্কা থাকে।
• টুথব্রাশে অবশ্যই ঢাকা পরিয়ে রাখতে হবে। না হলে জীবাণুর বংশবৃদ্ধির আশঙ্কা। তবে সেই ঢাকাও পরিষ্কার রাখতে হবে।
• একাধিক টুথব্রাশ একসঙ্গে রাখাও একেবারেই স্বাস্থ্যকর নয়। কারণ এতে একটি ব্রাশ থেকে অন্য ব্রাশে জীবাণু ছড়ায়।
সেই কারণে এখন থেকে সচেতন না হলে, ভবিষ্যতে ব্রাশের প্রয়োজনীয় ফুটিয়ে যেতে পারে!