আর্জেন্টিনা ফের শীর্ষে

Must read

জুরিখ, ৬ এপ্রিল : দীর্ঘ ছ’বছর পর ফের ফিফা র‍্যা-ঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করল আর্জেন্টিনা (Argentina)। ব্রাজিলকে টপকে বিশ্বের এক নম্বর ফুটবল দেশ এখন তারাই। কাতার বিশ্বকাপ জয়ের পরেও লিওনেল মেসিরা শীর্ষ স্থান দখল করতে পারেননি। তবে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন। এবার পরপর দুটো ফিফা ফ্রেন্ডলিতে জয়ের সুবাদে একে উঠে এলেন। অন্যদিকে, মরক্কোর কাছে শেষ ফিফা ফ্রেন্ডলিতে হেরে গিয়েছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা তাই দু’ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে। একধাপ এগিয়ে দু’নম্বরে উঠে এসেছে বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স। চার ও পাঁচ যথাক্রমে বেলজিয়াম এবং ইংল্যান্ড। প্রথম দশের বাকি দেশগুলো হল, নেদারল্যান্ডস (৬), ক্রোয়েশিয়া (৭), ইতালি (৮), পর্তুগাল (৯) এবং স্পেন (১০)। এদিকে, ত্রিদেশীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার পেল ভারত। পাঁচ ধাপ এগিয়ে ১০১ নম্বরে উঠে এসেছেন সুনীল ছেত্রীরা।

আরও পড়ুন- অন্তর থেকে বিদ্বেষ-বিষ নাশো

Latest article