বুয়েনস আয়ারস, ২৪ অগাস্ট : দু’বছর পর পাওলো দিবালা আর্জেন্টিনার জাতীয় দলে ফিরলেন । সেপ্টেম্বরে বিশ্বকাপের তিনটি কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। জুভেন্টাস তারকা দিবালা সার্জিও আগুয়েরোর বদলে এবার দলে ডাক পেয়েছেন। আগুয়েরো চোটের জন্য আপাতত মাঠের বাইরে।
দিবালা আর্জন্টিনার হয়ে শেষবার খেলেছেন ২০১৯-এর কোপা আমেরিকায়। তারপর দু’বছরে আর জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ পাননি। গত জুলাইয়ে আর্জন্টিনা কোপা আমেরিকা জিতেছে। কোচ লিওনেল সালোনি সেই দলের অধিকাংশ ফুটবলারকে এই দলে রেখেছেন। গত ৩০ বছরে এটাই ছিল আর্জন্টিনার একমাত্র বলার মতো সাফল্য। বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের জন্য নির্বাচিত দলে রয়েছেন লিওনেল মেসি, এমিলানো মার্টিনেজ ও কোপা ফাইনালে গোল করা অ্যাঞ্জেল ডি’মারিয়াও। তবে সাসপেনসনে থাকায় আর্জন্টিনার প্রথম ম্যাচে খেলতে পারবেন না ক্রিশ্চিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারেদেস।
এদিকে, জুভেন্টাসের হয়ে সিরি ‘এ’-তে নিয়মিত গোল করেছেন দিবালা। এমনকি নতুন মরশুমের প্রথম ম্যাচেও গোল পেয়েছেন তিনি। এখনও পর্যন্ত আর্জন্টিনার হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন দিবালা। সংখ্যাটা যে এবার বাড়বে, সেটা বলেই দেওয়া যায়। কোচ সালোনি হয়তো দিবালার এখনকার ফর্মকে কাজে লাগাতে চাইবেন। সেইসঙ্গে মেসি-দিবালা জুটি কেমন জমে, সেটাও দেখার বিষয়।