বুয়েনোস আইরেস ও সালভাদোর, ২০ নভেম্বর : বিশ্বকাপের বাছাই পর্বে জয়ের সরণিতে ফিরল আর্জেন্টিনা। বুধবার ভোরে পেরুকে ১-০ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে, উরুগুয়ের সঙ্গে ১-১ ড্র করে লাতিন আমেরিকা গ্রুপের পাঁচ নম্বরে নেমে গেল ব্রাজিল।
শেষ ম্যাচে প্যারাগুয়ের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এদিন ঘরের মাঠে আয়োজিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছেন লিওনেল মেসিরা। কিন্তু কিছুতেই গোলের দেখা মিলছিল না। বিরতির আগে অন্তত দু’বার গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি। একবার তাঁর জোরালো শট বার উঁচিয়ে বেরিয়ে যায়। আরেকবার মেসির শট দারুণভাবে রুখে দেন পেরু গোলকিপার।
আরও পড়ুন-
অবশেষে ৫৫ মিনিটে বাইসাইকেল ভলিতে দুরন্ত গোল করে দলের জয় নিশ্চিত করেন লাওতারো মার্টিনেজ। এই গোলের পিছনে অবদান রয়েছে মেসির। বিপক্ষের দুই ফুটবলারকে ড্রিবল করে বাঁ প্রান্ত থেকে পেরুর বক্সে বল ভাসিয়েছিলেন তিনি। শরীর শূন্যে ছুঁড়ে দিয়ে উড়ন্ত বলে বাঁ পায়ের ভলিতে গোল করেন মার্টিনেজ। জাতীয় দলের জার্সিতে মার্টিনেজের এটি ৩২তম গোল। তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে। এদিনের জয়ের সুবাদে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা গ্রুপের শীর্ষস্থান নিজেদের দখলেই রেখে দিল আর্জেন্টিনা।
এদিকে, ফের হতাশ করল ব্রাজিল। সালভাদোরে আয়োজিত ম্যাচে ৫৫ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ফেডেরিকো ভালভার্দে। যদিও সাত মিনিটের মধ্যেই গারসনের গোলে সমতা ফেরায় ব্রাজিল। এই ম্যাচেও হতাশ করলেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের শুরুতেই ব্রাজিলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন রিয়াল তারকা। কিন্তু তাঁর ডান পায়ের শট বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেও বার ঘেঁষে বাইরে যায়। ম্যাচের শেষদিকেও গোটা দুয়েক সহজ সুযোগ হাতছাড়া করেন পরিবর্ত হিসাবে মাঠে নামা লুইস হেনরিক ও রাফিনহা। ম্যাচ শেষে সমর্থকদের বিদ্রুপের মুখে পড়তে হয় ফুটবলারদের। এই ড্রয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেল ব্রাজিল।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…