মেসির নাম শুনেই বৃদ্ধাকে মুক্তি দিল হামাস জঙ্গি গোষ্ঠী (Lionel Messi- Hamas)। এমন ঘটনাও ঘটল ইওজরায়েল-হামাস যুদ্ধক্ষেত্রে। বিশ্বের কোটি কোটি মানুষ মেসির ভক্ত। দেখা না মিললেও শুধুমাত্র লিওনেল মেসির নামেই মুগ্ধ তারা। ইজরায়েলের বাসিন্দা ৯০ বছরের বৃদ্ধা কিবুৎজ নির ওজেরকে নাকি পণবন্দি করতে চেয়েছিল হামাস। কিন্তু ওই বৃদ্ধার মুখে শুধুমাত্র মেসির নাম শোনার পরে হামাস জঙ্গিরা তাঁকে অপহরণ করেনি।
কী ঘটেছিল?
গত অক্টোবর থেকে শুরু হয়েছে ইজরায়েল-হামাস যুদ্ধ। এখনও চলেছে রক্তক্ষয়ী যুদ্ধ। সেই হামলায় বাড়ি বাড়ি ঢুকে বহু ইজরায়েলিকে পণবন্দি করেছিল হামাস জঙ্গিরা। তখন ৯০ বছরের বৃদ্ধা কিবুৎজের মুখোমুখি হয় জঙ্গিরা। বিপদ বুঝে বৃদ্ধা বলেন, ”তোমরা ফুটবল দেখো?” এই প্রশ্নের উত্তরে হামাস জঙ্গি মাথা নাড়তেই বৃদ্ধা বলেন, ”মেসি যেখান থেকে এসেছেন আমিও সেখাকন থেকেই এসেছি।“ আর এই কথা একদম যাদুর মতো কাজ করে যায়। এক হামা সজঙ্গি বলে ওঠে, ‘আমিও মেসিকে পছন্দ করি।’ শেষ পর্যন্ত বৃদ্ধাকে অপহরণ তো করেনি উলটে ওই বৃদ্ধার সঙ্গে ছবিও তোলে মেসি ভক্ত ওই জঙ্গি (Lionel Messi- Hamas)।
আরও পড়ুন-আমার কন্যা লক্ষ্মী হয়ে সংসারের হাল ধরে
তবে ওই বৃদ্ধাকে ছেড়ে দিলেও এখনও তাঁর দুই নাতি-নাতনি ও তাদের এক বান্ধবীকে অপহরণ করেছে হামাস। তাঁদের মুক্তির আশায় রয়েছেন ওই বৃদ্ধা। একইসঙ্গে এই খবর যেন লিওনেল মেসির কাছে পৌঁছয় সেই ইচ্ছেও প্রকাশ করছেন ওই বৃদ্ধা।