প্রতিবেদন : রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নতুন লড়াইয়ে নামছে এসসি ইস্টবেঙ্গল। এখনও জয় অধরা লাল-হলুদের। পরের ম্যাচে খেলবেন গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। ফিট হয়ে নিয়মিত অনুশীলন করছেন ইস্টবেঙ্গল অধিনায়ক। ফিরতে পারেন রফিকও। গোয়ার কাছে হারের পর লগ্নিকারীর তরফে কোচ দিয়াজের সঙ্গে কথা বলা হয়েছে। চোট-আঘাত, ফিটনেসের অভাবকেই ব্যর্থতার প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন স্প্যানিশ কোচ। কিন্তু এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পরের ম্যাচগুলির পারফরম্যান্স নজরে রাখার পাশাপাশি নতুন বিদেশির খোঁজ শুরু করে দিচ্ছেন। কোচের পছন্দও কর্তারা জেনে নিতে চান। ক্লাব কর্তাদের পাঠানো বিদেশি ফুটবারের তালিকা দেখে বিরক্ত লগ্নিকারীরা। ক্লাবের তালিকায় একাধিক চোটগ্রস্ত ও খেলার মধ্যে না থাকা ফুটবলারের নাম। স্টিফেন এজে, এরিক পারতালু, সের্জিও ক্যাস্টেল, মেমো, রাফায়েল মেসি বউলিদের ব্যাপারে আগ্রহী নন লগ্নিকারী।
এদিকে, মুম্বই, জামশেদপুর ম্যাচ হারের পর নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চাইছে এটিকে মোহনবাগান। শনিবার রয় কৃষ্ণদের সামনে দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়িন এফসি। যারা এবারের লিগে এখনও পর্যন্ত অপরাজিত। শেষ দুই ম্যাচে সাত গোল খাওয়ার পর অনুশীলনের বেশির ভাগ সময় ভঙ্গুর রক্ষণ মেরামতে ব্যস্ত থাকছেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। স্প্যানিশ কোচ ফিট তিরিকে ম্যাচ খেলার জন্য তৈরি করছেন। রক্ষণ কম্বিনেশনে নিয়মিত তাঁকে ব্যবহার করছেন। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তিরিকে স্কোয়াডে রাখলেও খেলাননি হাবাস। তবে যা খবর, শনিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে খেলবেন স্প্যানিশ সেন্টার ব্যাক।
আরও পড়ুন-বাবুল-মনোজ দ্বৈরথ দিয়ে আজ শুরু MP CUP
তিরি খেলতে পারলে হাবাসের দলের রক্ষণ জমাট হবে। কিন্তু রয় কৃষ্ণ, হুগো বউমাসরা কি চেন্নাইয়িনের শক্তিশালী রক্ষণ ভেদ করে জয়ের রাস্তায় ফিরতে পারবেন? বোজিদার বানদোভিচের ছেলেরা রক্ষণে দুর্দান্ত ছন্দে রয়েছেন। টুর্নামেন্টে এখনও মাত্র একটি গোল খেয়েছে তারা। তাই কৃষ্ণ, মনবীরদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।