সামনে এরিয়ান, তিন পয়েন্টে চোখ কিবুদের

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে সোমবার নতুন লড়াই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের (DHFC)। সামনে লড়াকু এরিয়ান। প্রথম ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে ডায়মন্ড হারবার। ম্যাচ ১-১ ড্র হয়। দুই ম্যাচে ৪ পয়েন্ট জবি জাস্টিনদের। সোমবার এরিয়ানকে হারিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব।

বিএসএস-এর বিরুদ্ধে শেষ ম্যাচে চেনা ছন্দে দেখা যায়নি ডায়মন্ড হারবারকে (DHFC)। রক্ষণ, মাঝমাঠে অনেক ভুলভ্রান্তি হয়েছে। দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তনের পর ম্যাচে ফেরে কিবু ভিকুনার দল। সেই পরিবর্তরাই সম্ভবত এরিয়ানের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন। গিরিক খোসলা, শিন স্টিভেনসন, মোহিত মিত্তল, নরহরি শ্রেষ্ঠা ও শেখ আরিয়ান আগের ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নামেন। এরপরই ডায়মন্ড হারবার ছন্দে ফিরে ম্যাচে সমতা ফেরায়। গিরিক, শিন, আরিয়ানদের শুরু থেকে খেলিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে চান কোচ কিবু।

আরও পড়ুন: ব্রাজিলের বিদায়, সাফাই কোচের

ডায়মন্ড হারবার কোচের চিন্তা রক্ষণ ও মাঝমাঠের খামতি নিয়ে। গত দু’দিন অনুশীলনে সেই ভুলত্রুটিই মেরামত করার চেষ্টা করেছেন স্প্যানিশ কোচ। তবে এরিয়ান লিগে ভাল শুরু করেছে। তিন ম্যাচে ৬ পয়েন্ট তাদের। রাজদীপ নন্দীর দলকে সমীহ করছে ডায়মন্ড হারবার। কিবুর সহকারী দেবরাজ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘এরিয়ান চিরকালই লড়াকু দল। ওরা বড় ক্লাবকে সবসময় বেগ দেয়। এরিয়ান ক্লাবের একটা ইতিহাস আছে। আমাদের সতর্ক থাকতে হবে। একইসঙ্গে আগের ম্যাচের ভুল শুধরে নিজেদের সেরাটা দিতে হবে। ফুটবলে সবসময় জেতা যায় না। সবে শুরু। আমাদের ম্যাচ ধরে এগোতে হবে। আশা করি, আমরা এরিয়ানের বিরুদ্ধে ভাল খেলে জয় তুলে নিতে পারব।’’ এদিকে বড় ক্লাবে খেলা বাঙালি স্ট্রাইকার মহম্মদ রফিককে সই করাল ডায়মন্ড হারবার।

Latest article