সংবাদদাতা, বারাকপুর : ভাটপাড়ার বিধায়ক সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে অর্জুন সিং। রাজনৈতিক লড়াইয়ে অর্জুন আসলে সোমনাথের কাছে হেরে গিয়েছেন। তাই বদলা নিতেই এই ষড়যন্ত্র। মঙ্গলবার এমনটাই মন্তব্য করলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। সম্প্রতি উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। মঙ্গলবার ইছাপুর আনন্দমঠ এলাকায় তার বাড়িতেই গিয়েছিলেন পার্থ ভৌমিক। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাকপুরের সাংসদ বলেন, আমার কাছে খবর আছে, সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য সুপারি কিলারদের ভাড়া করা হয়েছে। বিহার থেকে ওই দল আনাচ্ছে। আমি সোমনাথ শ্যামকে ১৬৪ ধারায় থানায় অভিযোগ করতে বলেছি। রাজনৈতিক লড়াইয়ে অর্জুন আসলে সোমনাথের কাছে হেরে গিয়েছেন। তাই, বদলা নিতে তিনি তাকে খুনের চেষ্টা করছেন। সোমনাথ শ্যামের যদি কিছু হয় তার জন্য অর্জুন সিং দায়ী থাকবে। ইতিমধ্যেই এই বিষয়ে তিনি নিজে বারাকপুর পুলিশ কমিশনারকে জানিয়েছেন বলে জানান। উত্তর বারাকপুরের এছাড়াও উপপুরপ্রধান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তেরও আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন-কীভাবে সামাল দেবেন মৃগী
জগদ্দলের বিধায়ক সোমনাথ বলেন, বারাকপুরে অর্জুন সিং ছাড়া আমার কোনও শত্রু নেই। আমি অর্জুনের সমস্ত অপরাধ প্রকাশ প্রকাশ্যে এনেছি। প্রমাণ করে দিয়েছি, তাঁর মদতে বারাকপুরে বহু খুন হয়েছে। তাই, আমাকে তিনি পথের কাঁটা মনে করছেন। আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাতে অবশ্য আমি ভয় পাচ্ছি না। আমি পুলিশের কাছে কোনও নিরাপত্তার দাবি করিনি।