নিউ ইয়র্ক, ২৭ ডিসেম্বর : বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ চ্যাম্পিয়নশিপে প্রথম দিন ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি ও রৌনক সাধওয়ানি দাপটে শুরু করেন। হতাশ করেন বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন। প্রথম দিন র্যাপিড র্যাঙ্কিংয়ে ভারতের এক নম্বর দাবাড়ু অর্জুন চারটি গেম জিতেছেন এবং একটি হেরেছেন। মহারাষ্ট্রের ১৯ বছরের গ্র্যান্ডমাস্টার রৌনক তিনটি গেম জিতেন এবং দু’টি ড্র করে চমক দেন।
দুই ভারতীয়ই ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন। আর প্রজ্ঞানন্দের শুরুটা ভাল হয়নি। তাঁর সংগ্রহ ৩ পয়েন্ট। অর্জুন ও রৌনকের সঙ্গে বিশ্বের তিন নম্বর আমেরিকার হিকারু নাকামুরাও রয়েছেন যুগ্মভাবে পঞ্চম স্থানে। মেয়েদের বিভাগে প্রথম দিন চার রাউন্ডের পর শীর্ষে রয়েছেন অ্যালিস লি। ভারতীয়দের মধ্যে দাপট দেখান ডি হ্যারিকা। ৩.৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে তিনি। বৈশালী প্রজ্ঞানন্দ ৩ পয়েন্ট নিয়ে রয়েছেন ১৫তম স্থানে। কোনেরু হাম্পি ২.৫ পয়েন্ট নিয়ে বেশ কিছুটা অবশ্য পিছিয়ে।
আরও পড়ুন-যশস্বীর রান আউটে হতবাক স্মিথরাও
প্রথম দিন হতাশ করেছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন। নরওয়ের তারকা গ্র্যান্ডমাস্টার পঞ্চমবারের জন্য বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখার লড়াইয়ে নেমেছেন। পাঁচটি গেমের মধ্যে মাত্র একটিতে জিতেছেন কার্লসেন। তিনটি ড্রয়ের পর দিনের শেষ ম্যাচে রাশিয়ার ডেনিস লাজাভিকের কাছে হারেন বিশ্বের এক নম্বর দাবাড়ু। কার্লসেন দিনের শেষে বলেন, ‘‘জঘন্য পারফরম্যান্স। আশা করি, দ্বিতীয় দিনটা ভাল যাবে।’’