প্রতিবেদন : লাদাখের মাটিতে খালি হাতেই সশস্ত্র চিনা সেনার মোকাবিলা করল মেষপালকদের একটি দল। অকুতোভয় মেষপালকদের বীরত্বের প্রমাণ দেখল নেট দুনিয়া। এই অসম প্রতিরোধের সামনে পিছু হটতে বাধ্য হল জিনপিংয়ের দেশের সশস্ত্র বাহিনী। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা সেনাদের অন্যায় পদক্ষেপ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। চুক্তিভঙ্গ করছে চিনা সেনা। এর মাঝেই লাদাখে সশস্ত্র চিনা বাহিনীর চোখে চোখ রেখে নিজেদের অধিকার বুঝে নিলেন নিরস্ত্র ভারতীয় মেষপালকরা। সেই সাহসিকতার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-বিতর্ক উসকে জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পুজোর অনুমতি দিল কোর্ট
ঘটনার সূত্রপাত লেহ-লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায়। চিনের পিপলস লিবারেশন আর্মি মেষপালকদের বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। ভারতীয় মেষপালকরা সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন। তাঁরা সরাসরি চিনা সেনাদের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। দু’পক্ষের সংঘর্ষের ভিডিও নেট দুনিয়ায় ছয়লাপ। চুশুলের কাউন্সেলর কনচোক স্ট্যানজিন দুই পক্ষের সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে চিনা সেনারা স্থানীয় রাখালদের বাধা দেওয়ার চেষ্টা করলেও নিরস্ত্র পশুপালকরা অসম সাহসের সঙ্গে পিএলএ-র পদক্ষেপের বিরোধিতা করেছেন। সূত্রের খবর, ভিডিওটি এইসময়ে ভাইরাল হলেও ঘটনাটি জানুয়ারির প্রথম সপ্তাহের কোনও এক সময়ের। গৃহপালিত পশুদের চারণভূমিতে নিয়ে যাওয়া নিয়ে চিনা সেনা এবং পূর্ব লাদাখের স্থানীয় মেষপালকদের মধ্যে বিরোধ থেকেই গোটা সংঘর্ষের পরিস্থিতি হয়। ভিডিওতে চিনা সেনাদের সাঁজোয়া গাড়িও দেখা গিয়েছিল। আর সেইসঙ্গে মেষপালকদের প্রতিরোধের বার্তাও।