ভিক্টোরিয়ায় জঙ্গিহানা রুখতে সেনা ও আধাসেনার মকড্রিল

Must read

প্রতিবেদন : শহর কলকাতার অনন্য সম্পদ ব্রিটিশ রানির স্মৃতিসৌধ ভিক্টোরিয়া (Victoria) মেমোরিয়াল। প্রতিদিন প্রচুর দেশি ও বিদেশি পর্যটক কলকাতা সফরে এসে একবার হলেও ভিক্টোরিয়ায় ঢুঁ মারেন। কিন্তু সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিরা হানা দিলে কী হবে? আর তারা যদি আমজনতা কিংবা কোনও ভিআইপিকে বন্দি করে, কীভাবে তাঁদের উদ্ধার করা যাবে? বৃহস্পতিবার সকালে এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সাতসকালে গোটা ভিক্টোরিয়া (Victoria) খালি করে চলল ভারতীয় সেনার মকড্রিল। জরুরি অবস্থায় জঙ্গিহানা দমন করে অপহৃত বন্দিদের উদ্ধারের জন্য রুদ্ধশ্বাস মহড়া-অভিযানে নামে সেনাবাহিনী, নৌবাহিনী, সিআইএসএফ ও এনএসজি-র জওয়ানরা। এদিন সকাল ৯টা নাগাদ জঙ্গিরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকে বেশ কয়েকজন ভিআইপিকে অপহরণ করে। খবর পেয়ে সেনা জওয়ানরা মুহূর্তের মধ্যে সাউথ গেট দিয়ে ভিক্টোরিয়া চত্বরে ঢুকে পড়ে। একে একে জঙ্গিদের নিকেশ করে অপহৃত ভিআইপিকে উদ্ধার করেন জওয়ানরা। মুম্বইয়ের তাজ হোটেলে ২৬/১১-হামলার থেকে শিক্ষা নিয়ে প্রতিবছরই নভেম্বরে এমন জঙ্গিহানা পরিস্থিতির মহড়া আয়োজন করা হয় সেনার তরফে। এবার সেই মহড়া হল কলকাতার ভিক্টোরিয়ায়। রুদ্ধশ্বাস এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘সি-ভিজিল’। অপারেশন শেষে নৌবাহিনীর চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন প্রদীপ অগ্নিহোত্রী বলেন, একাধিক বাহিনীর মধ্যে বোঝাপড়া ও যোগাযোগ কতটা সাবলীল, তা বোঝার জন্য আজকের মহড়ার আয়োজন করা হয়েছিল। মহড়া সফল হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, এনএসজি ও সিআইএসএফ একসঙ্গে অপারেশন চালিয়ে জঙ্গিদের নিরস্ত করেছে।

আরও পড়ুন- ট্যাবের টাকা গায়েবে গ্রেফতার আরও চার, মিলল বিহার-যোগ

Latest article