নয়াদিল্লি: সন্ত্রাসবাদকে মদত দেওয়া অবিলম্বে বন্ধ না করলে পাকিস্তানকে দেওয়া হবে আরও বড় শিক্ষা। স্পষ্ট হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সেইসঙ্গে ভারতীয় সেনার প্রতি তাঁর বার্তা, নিজেদের প্রস্তুত রাখুন। ঈশ্বর চাইলে সেই সুযোগ আসবে খুব তাড়াতাড়ি।
আরও পড়ুন-বিষাক্ত কাফসিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু বিজেপির মধ্যপ্রদেশ-রাজস্থানে
তিনি মনে করিয়ে দেন ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল নয়াদিল্লি। কিন্তু এখনও সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করেনি পাকিস্তান। তাই আর সংযম দেখাব না। একধাপ এগিয়ে এমনভাবে কাজ করব যাতে পাকিস্তান ভাবতে বাধ্য হয় যে বিশ্বমানচিত্রে তারা থাকতে চায় কিনা। এদিকে বায়ুসেনাপ্রধান অমরপ্রীত সিং এদিন সরাসরি অভিযোগ করেন, মিথ্যাচার করছে পাকিস্তান। আসলে মে মাসে প্রত্যাঘাতে অন্তত ৫টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করেছি আমরা।