প্রতিবেদন: ফের কি পালাবদল আসন্ন বাংলাদেশে? বিএনপি নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের দীর্ঘ একান্ত বৈঠক ঘিরে আলোড়িত বাংলাদেশের রাজনীতি। নির্বাচন নিয়ে ইউনুস সরকারের টালবাহানায় বীতশ্রদ্ধ বিএনপি। পাশাপাশি জামাত ও অন্য মৌলবাদী গোষ্ঠীগুলির লাগাতার প্ররোচনা ও মুক্তিযুদ্ধের বিরোধী উগ্র প্রচার বাংলাদেশের গণতন্ত্রের পথ সংকুচিত করছে বলে মনে করছেন খালেদা জিয়ার দলের নেতারা। এই পরিস্থিতিতে সেনাপ্রধান ও খালেদার বৈঠক নতুন সম্ভাবনার রসদ জোগাচ্ছে। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেনার এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের থাকার কথা ছিল। কিন্তু সেই অনুষ্ঠান বাতিল করে বৃহস্পতিবার রাতে হঠাৎই প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। আধ ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠক চাপ বাড়িয়েছে অন্তর্বর্তী সরকারের।
সেনাবাহিনীর জনসংযোগ দফতরের তরফে এই বৈঠক নিয়ে মুখ খোলা হয়নি। তবে বিএনপি’র তরফে জানানো হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক খোঁজখবর নিতেই এসেছিলেন সেনাপ্রধান। যদিও বাংলাদেশের রাজনৈতিক মহল এই সরল ব্যাখ্যা বিশ্বাস করছে না। বরং তাদের মতে, খালেদার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক যথেষ্টই ইঙ্গিতবাহী।
আরও পড়ুন-ভরা থাক স্মৃতি সুধায়
মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এবং জামাত ইসলামির বিরুদ্ধে গত কয়েকদিন ধরে সুর চড়াচ্ছেন বিএনপি শীর্ষ নেতারা। বলা হচ্ছে, সরকার বনাম বিএনপির লড়াইয়ে সেনাবাহিনী যে প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের পাশেই রয়েছে, সেই বার্তা দিতেই আচমকা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান।
আরও পড়ুন-আড়াইশো আসন নিয়ে ছাব্বিশে ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা
শেখ হাসিনা জমানার পতনের পরে বাংলাদেশের শাসন ক্ষমতায় ফের বিএনপি’র আসীন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। যদিও বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে সক্রিয় জামাত-সহ মৌলবাদী গোষ্ঠীগুলি। ক্ষমতায় থাকার স্বার্থে তাদের মদত দিচ্ছেন ইউনুস। ঘটনাচক্রে এই ইউনুস বহুবছর ধরে বাংলাদেশের রাজনীতিতে মাইনাস টু (শেখ হাসিনা ও খালেদা জিয়াকে উচ্ছেদ করার বার্তা) ফর্মুলার প্রবক্তা। ২০০৭ সালে তৎকালীন সেনাপ্রধান মইন ইউ আমেদের মদতপুষ্ট অন্তর্বর্তী সরকারের জমানায় বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা নিয়ে আসরে হাজির হয়েছিলেন তিনি। তখন তা সফল হয়নি। এবার শেখ হাসিনা দেশত্যাগী হওয়ার পর খালেদা জিয়ার দলকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে নতুন ষড়যন্ত্রে নেমেছে জামাত-সহ ইউনুসের দলবল। সেইসঙ্গে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদত তো আছেই। নির্বাচন নিয়ে ইউনুসের গড়িমসি এই প্রক্রিয়ারই অংশ। ইউনুস সরকার জামাতের মতো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের জন্য একাধিক পরিকল্পনা নিয়েছে। তার অংশ হিসাবে প্রশাসন থেকে বিচারব্যবস্থার শীর্ষ পদে রাজাকার পরিবারের সন্তানদের নিয়োগ দেওয়া শুরু হয়েছে। আর ইউনুসের ষড়যন্ত্র টের পেয়েই সুর চড়িয়েছেন বিএনপি শীর্ষনেতারা। বৃহস্পতিবার রাতে আচমকা গুলশানের ফিরোজায় হাজির হন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী, ঘটনাচক্রে যিনি দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয়া। সূত্রের খবর, শেষমুহূর্তে সেনার তরফে প্রধান উপদেষ্টার অনুষ্ঠান বাতিল করে খালেদার বাড়ি যান সেনাপ্রধান।