ভয়াবহ দুর্ঘটনা জম্মু-কাশ্মীরে, ভেঙে পড়ল সেনা কপ্টার

Must read

ভয়াবহ দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। সে রাজ্যের কিস্তওয়াড় জেলায় ভেঙে পড়ল ভারতীয় সেনার হেলিকপ্টার (Army chopper crashes) এএলএইচ ধ্রুব। বৃহস্পতিবার কিস্তওয়াড়ের মারওয়াহ তেহসিলের মাছনা গ্রামের কাছে ভেঙে পড়ে ভারতীয় সেনার এই কপ্টার। HLH ধ্রুব নামে ওই কপ্টারে ছিলেন দুই পাইলট। সেনার তরফে জানানো হয়েছে তাঁরা আহত হলেও নিরাপদেই রয়েছেন। সেনা তরফে আরও জানানো হয়েছে, পাইলটরা আহত হয়েছেন। তবে তাঁরা বিপদমুক্ত। কিন্তু কপ্টারে (Army chopper crashes) মোট কতজন যাত্রী ছিলেন সেই বিষয়ে সরকারিভাবে সেনার তরফে কিছু জানানো হয়নি। ভেঙে পড়ার পর কপ্টারের অবশিষ্ট অংশ মারুসুদার নদী থেকে পাওয়া গিয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ অরুণাচল প্রদেশের বম্বদিলার কাছে চিনা হেলিকপ্টার ভেঙে পড়েছিল। এটিসি-র সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই এই ঘটনা ঘটেছিল বলে জানা যায়। ওই দুর্ঘটনায় দুই পাইলট লেফটেন্যান্ট কর্ণেল বিনয় বানু রেড্ডি ও মেজর জয়ন্ত এ নিহত হয়েছিলেন।

আরও পড়ুন- ফের কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে শক্তিশালী থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী

Latest article