স্বাধীনতা দিবসের আগে বড় সাফল্য ভূস্বর্গে। সীমান্তে অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল জাতীয় নিরাপত্তা বাহিনী। সোমবার ভোররাতে পাঠানকোট জেলার সীমান্তে এক জঙ্গির গতিবিধি লক্ষ্য করে বিএসএফ। তবে সীমান্ত পেরনোর আগেই ভারতীয় সেনার গুলিতে তার মৃত্যু হয়। বিএসএফের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ পাঞ্জাবের পাঠানকোটের সিম্বল সাকোল গ্রামের কাছে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এক অনুপ্রবেশকারী।
আরও পড়ুন-এজেন্সির তৎপরতা, তামিলনাড়ুতে ফের ধৃত
নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ বাহিনী দেখতে পেয়েই সতর্ক করে। কিন্তু তারপরেও ওই অনুপ্রবেশকারী থামেনি, সে ভারতীয় জমিতেই এগোতে থাকে। বিপদ আশঙ্কা করে বিএসএফ জওয়ানরা ওই অনুপ্রবেশকারীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুপ্রবেশকারী পাক জঙ্গির। যদিও তার পরিচয় নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, মাত্র চারদিন আগে একইভাবে আরেক জঙ্গির অনুপ্রবেশের ছক বানচাল করেছিল বিএসএফ। গুলিতে নিকেশ হয় সেই পাক জঙ্গিও। স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।