জাতীয়

সেনায় সমানাধিকার মিলছে না, মেনে নিল শীর্ষ আদালত

প্রতিবেদন : সেনাবাহিনীতেও দেশের শীর্ষ আদালতের (Supreme Court- Indian Army) নির্দেশই যথাযথভাবে পালন করা হচ্ছে না বলে অভিযোগ উঠল। অভিযোগ, সেনাবাহিনীতে এখনও মহিলারা সমান অধিকার পাচ্ছেন না। সুপ্রিম কোর্ট আগেই সেনাবাহিনীতে মহিলাদের স্থায়ীভাবে নিয়োগের ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দিয়েছিল। একমাত্র কমব্যাট উইং ছাড়া সেনাবাহিনীর সব স্তরেই মহিলাদের স্থায়ীভাবে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সেনায় মহিলারাও যাতে পুরুষদের মতো সমান সুযোগ-সুবিধা পান, সে দিকেও নজর রাখতে বলেছিল।

সম্প্রতি ৩৪ জন মহিলা জওয়ান শীর্ষ আদালতে (Supreme Court- Indian Army) একটি মামলা দায়ের করেন। ওই মহিলা জওয়ানরা তাঁদের আবেদনে অভিযোগ করেছেন, সেনায় এখনও তাঁদের সমানাধিকার নেই। শুধু পুরুষ জওয়ানদেরই পদোন্নতি হয়। কমব্যাট ও কম্যান্ডিং অফিসার পোস্টে কোনও মহিলা জওয়ানকে ঠাঁই দেওয়া হয় না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসীমার বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুক্রবার মামলার শুনানিতে বেঞ্চ বলে, তাঁরা মনে করছেন সেনায় মহিলারা এখনও সমানাধিকার পাচ্ছেন না। বিষয়টি খুবই উদ্বেগের। তাই এ বিষয়ে বাহিনীর বক্তব্য জানতে চেয়েছে বেঞ্চ।

আরও পড়ুন-রাজ্যপালকে আচার্য পদ থেকে সরাতে বিল পেশ

উল্লেখ্য, ভারতীয় সেনায় চিকিৎসা পরিষেবার বাইরে অন্য ক্ষেত্রে মহিলাদের নিয়োগ শুরু হয় ১৯৯২ সালে। কিন্তু এখনও পর্যন্ত স্থায়ী কমিশনড অফিসার পদে অর্থাৎ কুড়ি বছর কাজ করার সুযোগ মহিলারা পাননি। পদোন্নতি বা পেনশনের আশা না করে শুধু ১৪ বছর কাজের সুযোগ পেয়েছিলেন মহিলারা। তবে এই বৈষম্যের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করে সশস্ত্র বাহিনীতে যুদ্ধ করার এবং কম্যান্ডিং অফিসার পদে নিযুক্ত হওয়ার অধিকার আদায় করেছিলেন সশস্ত্র বাহিনীর ৫৭ জন মহিলা জওয়ান। পরবর্তী ক্ষেত্রে সর্বোচ্চ আদালত জানিয়েছিল, সেনাবাহিনীতে মহিলাদের নিযুক্তি এক প্রগতিশীল পদক্ষেপ। নারীরা আজ কোনওভাবেই পিছিয়ে নেই। তাই বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে কোনওরকম বৈষম্য চলবে না।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago