মর্মান্তিক ঘটনা। সহকর্মীর প্রাণ বাঁচাতে গিয়ে মৃত্যু হল সেনা অফিসারের। মাত্র ৬ মাস আগেই বাহিনীতে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট শশাঙ্ক তেওয়ারি (Lieutenant Shashank Tiwari)। কিন্তু খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে নিজে আর ফিরলেন না।
আরও পড়ুন-জঙ্গি হামলায় এখনও ২০ হাজার ভারতীয়ের মৃত্যু! রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে কড়া জবাব নয়াদিল্লির
বৃহস্পতিবার সিকিমে ঘটে ঘটনাটি। কয়েকদিন ধরেই সে রাজ্যে ব্যাপক বৃষ্টি হচ্ছে। সঙ্গে দোসর ধস। এদিন সেনা ঘাঁটি থেকে বেরিয়ে রুট ওপেনিং পেট্রোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেলেন বছর তেইশের শশাঙ্ক (Lieutenant Shashank Tiwari)। তখনই কাঠের সেতু পার হতে গিয়ে পা পিছলে খরস্রোতা নদীতে পড়ে যান অগ্নিবীর স্টিফেন সুব্বা। জীবনের তোয়াক্কা না করে তাঁকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন শশাঙ্ক। পরে নায়েক পুকার কাটেল নামে আরও এক জওয়ান এগিয়ে আসেন। কোনও রকমে সুব্বাকে উদ্ধার করা গেলেও শশাঙ্ককে বাঁচানো যায়নি। ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরে তরুণ সেনা অফিসারের মৃতদেহ উদ্ধার করা হয়। এই খবরের পর কান্নায় ভেঙে পড়েন তাঁর বাবা, মা এবং বোন।