প্রতিবেদন : মারিউপোল নিয়ে যে দাবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তা মুখ থুবড়ে পড়ল মঙ্গলবার। তিনি বরাবরই বলে এসেছেন, প্রাণ গেলেও রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে না ইউক্রেনের সেনা। কিন্তু ঠিক সেটাই ঘটেছে এদিন। মস্কোর দাবি, মারিউপোলের আজভস্টাল ইস্পাত কারখানায় আটকে পড়া আড়াইশোরও বেশি ইউক্রেনীয় সেনা বিনা শর্তে আত্মসমর্পণ করেছেন।
আরও পড়ুন-ইমরানের ফোন চুরি
রুশ প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৬ জন সেনা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছেন, যাঁদের মধ্যে ৫১ জন গুরুতর আহত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আত্মসমর্পণ করা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে আন্তর্জাতিক মান অনুযায়ী যথাযথ আচরণ করতে বদ্ধপরিকর। রাশিয়ার দাবিকে প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে ইউক্রেন। জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, মারিউপোল থেকে আহত সেনাদের প্রায় ৩০ মাইল পূর্বে রাশিয়া-নিয়ন্ত্রিত শহর নোভোয়াজভস্কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন-দ্বিগুণ হচ্ছে বেতন
বাকিদের মানবিক করিডর গড়ে প্রায় ৫৫ মাইল উত্তরে ওলেনিভকায় নিয়ে যাওয়া হচ্ছে। ইউক্রেনের হাতে বন্দি রুশ সেনাদের বিনিময়ের তাদের দেশে ফিরিয়ে আনা হবে। আজভস্টালের পরিস্থিতি বেগতিক বুঝে আচমকাই সুর নরম করেছেন জেলেনস্কি। এদিকে রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৬০ কিমি দূরে এস্তোনিয়ায় বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে ন্যাটো। বাল্টিক দেশগুলোর ইতিহাসে এটিই সবচেয়ে বড় মহড়া। নাম, হেজহগ ২০২০। ন্যাটো ও সহযোগী সহ মোট ১৪টি দেশের অন্তত ১৫ হাজার সেনা এই মহড়ায় যোগ দিয়েছেন।