জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-কাণ্ডের রেশ কাটার আগেই এবার রামবানে (Ramban) ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ৭০০ ফুট গভীর খাদে পড়ে তিন জওয়ানের মৃত্যু হয়েছে। আজ, রবিবার ৪৪ নম্বর জাতীয় সড়কে সকাল ১১:৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। সেনার গাড়িটি জম্মু থেকে শ্রীনগরের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জওয়ানের। নিহত সেনাদের নাম অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর।
আরও পড়ুন-কটকে সেতু নির্মাণস্থলে ক্রেন ভেঙে নিহত ৩, আহত ৫
মনে করা হচ্ছে, চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে গাড়িটি সড়ক থেকে খাদে গড়িয়ে যায়। দুর্ঘটনার পর গাড়িটি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায় এবং জওয়ানদের দেহ, তাদের জিনিস এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দুর্ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে গাড়ির ধ্বংসাবশেষ থেকে জওয়ানদের দেহ উদ্ধার করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা। উদ্ধারকারী দলগুলি খাদে নেমে জওয়ানদের দেহ উদ্ধার করে অনেক কষ্টে। নিহতদের মৃতদেহ রামবান জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্ত করার জন্য।
আরও পড়ুন-কোটায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার আগের রাতে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ
জানা গিয়েছে, এই এলাকার রাস্তা বেশ খাড়া এবং বিপজ্জনক। প্রায়ই এখানে দুর্ঘটনা হয়ে থাকে। তবে দুর্ঘটনার আগে এদিন ঠিক কী সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই শিরোনামে ছিল রামবান। মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধস নজর করেছিল সবার। বহু মানুষের মৃত্যু হয়েছে। এখনও অনেকের খোঁজ পাওয়া যায়নি।