কাশ্মীরে খাদে সেনার গাড়ি, মৃত ১, জখম ৬

আজ, শনিবার রাইজ়িং স্টার কোর নিহত সৈনিকের জন্য স্মরণসভার আয়োজন করেছে। মৃতদেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা।

Must read

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কাঠুয়াতে খাদে পড়ে গেল একটি সেনার গাড়ি। এদিনের এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ছয় সেনা জওয়ান, মৃত ১। শনিবার সেনার তরফে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে আহতরা এই মুহূর্তে চিকিৎসাধীন। সূত্রের খবর, শুক্রবার রাতে সেনার একটি দল কাঠুয়ার দুর্গম এলাকায় টহল দিতে যাচ্ছিল। সেই সময় মাচেদি-বিল্লাওয়ার সড়কের শুখরালা দেবী মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশে একটি গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। স্থানীয়রাও সাহায্য করেন। আহত সাত জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর সেখানেই চিকিৎসকেরা এক জনকে মৃত ঘোষণা করেন। বাকি ছয় জওয়ান আপাতত হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, নিহত জওয়ানের নাম রাম কিশোর। তিনি সেনাবাহিনীর রাইজ়িং স্টার কোর-এর যোদ্ধা ছিলেন।

আরও পড়ুন-আন্তর্জাতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রকল্পের প্রশংসা, আনন্দিত মুখ্যমন্ত্রী

আজ, শনিবার রাইজ়িং স্টার কোর নিহত সৈনিকের জন্য স্মরণসভার আয়োজন করেছে। মৃতদেহে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা। শনিবার সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, ‘‘কর্তব্যরত অবস্থায় দুর্ভাগ্যজনক ভাবে রাম কিশোরের অকালমৃত্যু হয়। এই কঠিন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী সমবেদনা জানিয়ে নিহতের পরিবারের পাশে রয়েছে।’’

Latest article