অস্থায়ী উপাচার্য অরবিন্দ মণ্ডল, স্থায়ী উপাচার্যর ইন্টারভিউ শেষ

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ শেষ। তবে তার আগেই অস্থায়ী উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের মেয়াদ শেষ হতে নতুন অস্থায়ী উপাচার্য নিযুক্ত হলেন বিশ্বভারতীর পল্লী সংগঠন বিভাগের বরিষ্ঠ অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল (Arobinda Mondal)৷ বিশ্বভারতীর নিজস্ব সংবিধান অনুযায়ী (অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটিউট) সঞ্জয়বাবুর মেয়াদ শেষ হয় ২৫ মে। তাই বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে পরবর্তী অস্থায়ী উপাচার্য হিসাবে অরবিন্দবাবুকে (Arobinda Mondal) নিযুক্ত করল বিশ্বভারতী। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত৷ নির্বাচনী আবহে নতুন করে স্থায়ী উপাচার্য নিয়োগ করেনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ সেজন্য ভারপ্রাপ্ত উপাচার্য দিয়েই আপাতত চলবে বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে বিশ্বভারতী কর্মসমিতি নতুন উপাচার্য নিয়োগের জন্য তিন সদস্যের সার্চ কমিটি গঠন করে। শতাধিক আবেদন জমা পড়ে বিশ্বভারতীর নতুন উপাচার্য পদের জন্য। দিল্লিতে ৩৪ জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়। এখন দেখার এঁদের মধ্যে কে বিশ্বভারতীর নতুন স্থায়ী উপাচার্য হন। তবে রাজ্য শিক্ষণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়-সহ কলেজ সার্ভিস কমিশনের একজনের নামও শোনা যাচ্ছে।

আরও পড়ুন- ভারতে তাপপ্রবাহ বেড়েছে ৪৫ গুণ, জলবায়ু বদল নিয়ে উদ্বেগের রিপোর্ট

Latest article