মুম্বই : কখনও বাঙালি খাবার খেয়েছেন? ইলিশ মাছ? ধারাভাষ্যকার ইশা গুহর এমন প্রশ্নে অ্যারন ফিঞ্চ জানালেন, ‘‘না, আমার এখনও ইলিশ খাওয়া হয়নি। তবে আমি শুনেছি বাংলা নববর্ষ সামনেই। তখন খুব চেষ্টা করব বাঙালি খাবার খেতে।” সোশ্যাল মিডিয়ায় প্রশ্নোত্তর-পর্ব চলছিল ইশা ও অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়কের মধ্যে।
আরও পড়ুন-বিশ্বকাপ জয় নিয়ে হরভজনের তোপ
ইশাকে ইলিশ নিয়ে ফিঞ্চ আরও বলেন, ‘‘আমি কখনও এটা খাইনি। তবে জানি তোমাদের রেসিপি বইয়ে এটা আছে। চেষ্টা করব এটা এখানে খেতে। তারপর বাড়িতেও রান্না করার চেষ্টা করব। বাড়িতে যে খুব ভাল হবে না, তা এখনই বলতে পারি। তবু চেষ্টা করব।” ইংল্যান্ডে বসবাসকারী ইশা বাঙালি কন্যা। তাঁর বাবা-মা কলকাতা থেকে ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন একসময়। ফিঞ্চ কয়েকদিন আগে কেকেআর শিবিরে যোগ দিয়েছেন। অ্যালেক্স হেলস টুর্নামেন্টের বাইরে চলে যাওয়ায় ফিঞ্চকে নিয়েছে কেকেআর।