দক্ষ হাতে সামলালেন, ব্যস্ততার মধ্যে দিন কাটল অরূপের

Must read

প্রতিবেদন : আজ বুধবার ছিল মকর সংক্রান্তি। এই দিনই সাগরসঙ্গমে পুণ্যস্নানের উদ্দেশ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সমাগম হয়। এদিন ভোর থেকে শুরু হয়ে যায় শাহিস্নান। যা বেলা পর্যন্ত চলে। সাগরমেলা উপলক্ষে গোটা মেলা-চত্বরে রাখা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আগাগোড়া তৎপর প্রশাসন থেকে পুলিশ। একাধিক মন্ত্রী গত কয়েকদিন ধরে ঘাঁটি গেড়ে রয়েছেন গঙ্গাসাগরে। রয়েছেন জেলা প্রশাসনের কর্তারাও। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) রয়েছেন গঙ্গাসাগরে। গত তিনদিন ধরে মেলা-চত্বর সামলাচ্ছেন অরূপ। মেলায় বিদ্যুতের হালহকিকত থেকে নিরাপত্তা, ব্যবস্থাপনা থেকে খুঁটিনাটি— সবদিকেই কড়া নজর মন্ত্রীর (Aroop Biswas)। মুখ্যমন্ত্রীর নির্দেশে কার্যত একার কাঁধেই তুলে নিয়েছেন মেলার দায়িত্ব। নির্বিঘ্নে মেলা শেষ করতে কোনও কসুর করছেন না। এদিন সকাল থেকেই তৎপর ছিলেন তিনি। কখনও জেলা-সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করলেন। সেখানে ছিলেন বিদ্যুৎ দফতরের কর্তারাও। দিলেন প্রয়োজনীয় নির্দেশ। গেলেন বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুমে। সেখানে সব কিছু ঠিকঠাক চলছে কিনা খুঁটিয়ে দেখলেন। তারই ফাঁকে বিভাগীয় কর্তাদের সঙ্গে সেরে ফেললেন জরুরি কথাবার্তা। আবার কখনও ভারত সেবাশ্রম সংঘের শিবির পরিদর্শন করে দেখে নেন যাবতীয় ব্যবস্থাপনা। এক ফাঁকে হাত লাগালেন রান্নাতেও। সবমিলিয়ে সকাল থেকে একার হাতেই সামলালেন পরিস্থিতি। গেলেন কপিল মুনির আশ্রমে। সেখানে নিলেন মহারাজের আশীর্বাদ। এভাবেই সকাল থেকে ছুটে বেড়ালেন গোটা মেলাপ্রাঙ্গণ।
তারই মধ্যে বিকেলে রয়েছে সাংবাদিক বৈঠক। সবমিলিয়ে চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই প্রায় গোটা দিনটা কাটালেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন-কালীঘাটে বগলা মায়ের মন্দিরে পুজোয় মুখ্যমন্ত্রী, সঙ্গে ইমন

Latest article