প্রতিবেদন: আগামী বছর থেকে নির্ধারিত সময়ের মধ্যে কলকাতা লিগ শেষ করার জন্য আইএফএ-র কাছে অনুরোধ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। রবিবার টাউন হলে আইএফএ-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আইএফএ কর্তাদের উদ্দেশে ক্রীড়ামন্ত্রীর পরামর্শ, প্রতি বছর কলকাতা লিগ শেষ হতে সেপ্টেম্বর গড়িয়ে যায়। আমি অনুরোধ করছি, আগামী বছর থেকে লিগ অগাস্টের মধ্যে শেষ করার জন্য। তাতে ছোট দলগুলি সমস্যায় পড়বে না।
লোথার ম্যাথাউসময় রবিবারের তিলোত্তমা। কলকাতা লিগ-সহ বাংলার বিভিন্ন বয়সভিত্তিক দলের চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করেন জার্মান কিংবদন্তি। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রীও। তিনিও পুরস্কৃত করেন কৃতী ফুটবলারদের। পুরস্কার মঞ্চ থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, লিগ নির্দিষ্ট সময়ে শেষ না হলে ছোট দলগুলি ফুটবলার ধরে রাখতে পারে না। ফলে বড় দল অনায়াসে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পায়। অগাস্টের মধ্যে লিগ শেষ হলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে লিগে। ছোট ক্লাবের কর্তারা অনেক কষ্ট করে দলগঠন করেন। তাঁদের দিকটাও দেখতে হবে।
আরও পড়ুন-বাড়ছে ক্ষোভ, একাধিক অগ্নিসংযোগ ইউনুসের স্বপ্নের গ্রামীণ ব্যাঙ্কে
রবিবার যুবভারতীতে নবনির্মিত আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ছিল ১২৬তম বেটন কাপ ফাইনাল। চ্যাম্পিয়ন হল আর্মি একাদশ (রেড)। ফাইনালে তারা ২-০ গোলে হারায় ভারতীয় বায়ুসেনাকে। গোল দু’টি করেন সিমরনদীপ সিং এবং সাগর শিংগাডে। চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন লোথার ম্যাথাউস, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas), দমকলমন্ত্রী তথা হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু এবং হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে। ছিলেন হকি অলিম্পিয়ান গুরবক্স সিং ও অন্যান্য অতিথিরাও।
যুবভারতীর অত্যাধুনিক হকি স্টেডিয়াম দেখে উচ্ছ্বসিত হকি ইন্ডিয়ার সভাপতি তিরকে। রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে তিনি আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক ম্যাচ দেওয়ার। অরূপ বিশ্বাস বলেন, হকি ইন্ডিয়া মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছে। এখানে তারা ভারতের ম্যাচ দেবে।

