জুনিয়র ন্যাশনালে ১০০ মিটার দৌড়ে রুপোর পদক কাঁকসার অর্পিতার

৩৯তম জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করল কাঁকসার বাবনাবেড়ার বাসিন্দা অর্চিতা বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, কাঁকসা : ৩৯তম জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করল কাঁকসার বাবনাবেড়ার বাসিন্দা অর্চিতা বন্দ্যোপাধ্যায়। ৭ ডিসেম্বর ওড়িশায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ১২.১১ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় স্থান অধিকার করে অর্চিতা।

আরও পড়ুন-টানা শ্রমিক আন্দোলনের রূপরেখা

বাবা পেশায় কৃষক বা সৌমিত্র বন্দ্যোপাধ্যায় জানান, অর্চিতা তাঁর ছোট মেয়ে। কাঁকসার আমলাজোড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সে। সামনের বছর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিকে বসবে। ছোট থেকেই খেলাধুলার প্রতি তার আলাদা আগ্রহ ছিল। গত বছর বিহারে অনুষ্ঠিত জুনিয়র চ্যাম্পিয়নশিপে সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার পর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে প্রশিক্ষণের সুযোগ পায়। গত কয়েক মাস ধরে সেখানেই প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে গিয়েছে। মেয়ের সাফল্যে নিজেকে গর্বিত তিনি ও তাঁর পরিবার। এই সাফল্যের পর মেয়ের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন সকলেই।

Latest article