প্রতিবেদন : রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলের সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় (West Bengal Legislative Assembly) সরকারপক্ষের বিধায়কদের আসনবিন্যাস বদল করা হচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চ থেকে সদ্যপ্রাক্তন মন্ত্রীদের আসন সরিয়ে দেওয়া হচ্ছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাড়াও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রর আসন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে বাবুল সুপ্রিয়, প্রদীপ মজুমদার সহ আট নতুন মন্ত্রীর জন্য ট্রেজারি বেঞ্চে আসন সংস্থানের বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার (West Bengal Legislative Assembly) সচিবালয়কে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই বিধানসভার একাধিক কক্ষ থেকে সরেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও পরিষদীয় মন্ত্রীর নেমপ্লেট। অধিবেশন কক্ষের ট্রেজারি বেঞ্চ থেকেও সরছে তাঁর আসন। তাঁকে সরানো হচ্ছে মুখ্যমন্ত্রীর পাশের আসন থেকেও। সেই জায়গায় বসবেন কোনও গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। বিধানসভার বিশেষ সূত্র মারফত খবর, এই জায়গায় বসতে পারেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে তা এখনও নিশ্চিত নয়।